Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা মা হতে যাচ্ছেন

| প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সুখবরটা নিজেই দিলেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অ’ডুর্ন। সোশাল মিডিয়ায় জানালেন, মা হতে চলেছেন তিনি। অ’ডুর্ন আর তার পার্টনার ক্লার্ক গেফোর্ড আশা করছেন, আসছে জুনেই তাদের প্রথম সন্তান পৃথিবীর আলো দেখবে। প্রধানমন্ত্রী সেজন্য ছয় সপ্তাহ ছুটিতে যাওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন বলে এক প্রতিবেদনে লিখেছে বিবিসি। ৩৭ বছর বয়সী জেসিন্ডা অ’ডুর্ন নিউ জিল্যান্ডের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন গত অক্টোবরে। তার দল লেবার পার্টি নির্বাচনে হয়েছিল দ্বিতীয়। কিন্তু কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ছোট দল ফার্স্ট পার্টির নেতা উইনস্টন পিটার্সের সমর্থন নিয়ে সরকার গঠন করেন অ’ডুর্ন। তিনি জানিয়েছেন, অন্তঃসত্ত¡া হওয়ার বিষয়টি তিনি প্রথম বুঝতে পারেন প্রধানমন্ত্রী হওয়ার ডাক পাওয়ার মাত্র ছয় দিন আগে। ইনস্টাগ্রামে সেই সুখবর তিনি সবাইকে জানিয়েছেন শুক্রবার। সেখানে অ’ডুর্ন লিখেছেন, তিনি হবেন প্রধানমন্ত্রী এবং একইসঙ্গে একজন মা। আর গেফোর্ড আপাতত বাবা হিসেবে ঘর সামলাবেন। অ’ডুর্ন এও বলেছেন, “আমিই প্রথম নারী নই, যাকে একসঙ্গে একাধিক কাজ করতে হবে। আমিই প্রথম নারী নই, যাকে সন্তান পালনের পাশাপাশি কাজ করতে হবে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ