পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : রেলপথ মন্ত্রী মুজিবুল হক জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশ রেলওয়ের জমির পরিমাণ ৬১ হাজার ৮৬০ একর। এর মধ্যে রেলওয়ের নিজ দখলে থাকা জমির পরিমাণ ৫৬ হাজার ৯৭০ একর। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে তিনি এ তথ্য জানান।
সরকার দলীয় এমপি সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রেলওয়ের অবৈধ দখলীয় জমির পরিমাণ ৩ হাজার ৬৪৭ একর। উচ্ছেদ কার্যক্রম পরিচালনার মাধ্যমে অবৈধ দখলীয় রেলভ‚মি উদ্ধার/অবৈধ দখলমুক্তকরণ একটি চলমান প্রক্রিয়া। রেলওয়ের ভ‚সম্পত্তি বিভাগ কর্তৃক স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রেলওয়ের অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের সার্বিক সহযোগিতায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে।
২০১৭ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মোট প্রায় ১২৩ একর রেলভ‚মি অবৈধ দখলমুক্ত করতে রেলওয়ের নিয়ন্ত্রণে আনা হয়েছে। মন্ত্রী বলেন, বর্তমানে রেলওয়ের জমির পরিমাণ ২৫ হাজার ২৮ দশমিক ৬৬৯ হেক্টর বা ৬১ হাজার ৮৬০ একর। এর মধ্যে রেলওয়ে ভূসম্পত্তি ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী ৫ হাজার ৮৫৫ দশমিক ৫৮৭ হেক্টর একর রেলভূমি একসনা লিজ দেয়া হয়েছে। সরকারি দলের এমপি মোস্তাফিজুর রহমানের প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী জানান, দেশের গুরুত্বপূর্ণ রেলপথগুলো ডাবল লাইনে উন্নীত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। বর্তমানে প্রায় ৩৪৭ কিলোমিটার রেলপথ ডাবল লাইন রয়েছে।
পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতি : সংরক্ষিত নারী আসনের সদস্য সেলিনা বেগমের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, পদ্মা সেতু প্রকল্পের সার্বিক ভৌত অগ্রগতি ৫০ শতাংশ। পদ্মা নদীর মাটির লেয়ারের ভিন্নতার কারণে ১৪টি পিয়ার লোকেশনে পাইলের ডিজাইন চ‚ড়ান্ত করতে কিছুটা বিলম্ব হচ্ছে। এ ধরনের কাজে অভিজ্ঞ দেশ-বিদেশের বিশেষজ্ঞদের মাধ্যমে বিষয়টি দ্রুত নিষ্পত্তির কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরো জানান, ইতোমধ্যে পদ্মা সেতুর একটি স্প্যান বসানো হয়েছে এবং চলতি জানুয়ারি মাসে আরো একটি স্প্যান বসানো হবে। এটি বাস্তবায়নে পাইল ড্রাইভিং এবং পিয়ার কলামের পাশাপাশি অবশিষ্ট স্প্যানগুলো পর্যায়ক্রমে বসানোর মাধ্যমে চলতি বছরের ডিসেম্বর নাগাদ সেতুর নির্মাণকাজ সম্পন্ন করার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
স্বতন্ত্র এমপি আবদুল মতিনের প্রশ্নের জবাবে মন্ত্রী ওবায়দুল কাদের জানান, অন-টেস্ট স্টিকার লাগিয়ে মোটরসাইকেল রাস্তায় চলাচলে বন্ধ করছে বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক এবং জেলা ম্যাজিস্ট্রেটের আদালত পরিচালনা করা হচ্ছে। মোটরসাইকেলের ইঞ্জিন ক্যাপাসিটি ১০০ সিসি বা এর কম এবং ওজন ৯০ কেজি বা এর কম হলে রেজিস্ট্রেশন ফি ভ্যাটসহ ৯ হাজার ৩১৩ টাকা। ১০০ সিসির বেশি হলে রেজিস্ট্রেশন ফি ভ্যাটসহ ১২ হাজার ৭৩ টাকা। ক্রেতার কাছে হস্তান্তরের পূর্বেই মোটরসাইকেল ও থ্রি হুইলার অটোরিকশার রেজিস্ট্রেশনসহ যাবতীয় কার্যক্রম বিক্রয়কারী এজেন্ট/ডিলার নিশ্চিত করবে এমন সরকারি সিদ্ধান্ত রয়েছে।
বর্তমানে স্বাক্ষরতার হার ৭১ ভাগ : সরকার দলীয় অপর এমপি আ খ ম জাহাঙ্গীর হোসাইনের প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, ২০০৯ সালের ১ জানুয়ারি দেশের স্বাক্ষরতার হার ছিল ৪১ দশমিক ১৫ শতাংশ। বর্তমানে দেশে স্বাক্ষরতার হার ৭১ শতাংশ। নারী স্বাক্ষরতার হার ৬৮ দশমিক ৯ ভাগ এবং পুরুষ স্বাক্ষরতার হার ৭৩ শতাংশ। এছাড়া দেশের সকল জেলার মধ্যে ঢাকা জেলায় সবচেয়ে বেশি ৭০ ভাগ স্বাক্ষরতার হার।
মন্ত্রী আরো জানান, জেলাওয়ারী স্বাক্ষরতা হারের মধ্যে ঢাকায় ৭০ দশমিক ৫৪ ভাগ, ঝালকাঠিতে ৬৬ দশমিক ৬৮ ভাগ, পিরোজপুরে ৬৪ দশমিক ৮৫ ভাগ, গাজীপুরে ৬২ দশমিক ৬০ ভাগ, নড়াইলে ৬১ দশমিক ২৭ ভাগ, বরিশালে ৬১ দশমিক ২৪ ভাগ, খুলনায় ৬০ দশমিক ১৪ ভাগ, ফেনীতে ৫৯ দশমিক ৬৩ ভাগ, বাগেরহাটে ৫৮ দশমিক ৯৮ ভাগ, চট্টগ্রামে ৫৮ দশমিক ৯১ ভাগ, কুমিল্লা ৫৩ দশমিক ৩২ ভাগ, সিলেট ৫১ দশমিক ১৮ ভাগ, রাজশাহী ৫২ দশমিক ৯৮ ভাগ, রংপুর ৪৮ দশমিক ৫৫ ভাগ এবং ময়মনসিংহ ৪৩ দশমিক ৪৯ ভাগ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।