Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারি বাড়িতে হাজী রাখায় ১৪ এজেন্সির বিরুদ্ধে নোটিশ

সাত দিনের মধ্যে কারণ দর্শানোর তাগিদ

| প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

গত হজে (১৪৩৮ হিজরী) মক্কায় সরকারী ব্যবস্থাপনায় ভাড়াকৃত চারটি বাড়ীতে বেসরকারী হাজী রাখায় ১৪ টি হজ এজেন্সি’র বিরুদ্ধে নোটিশ করা হয়েছে। ১৬ জানুয়ারী ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ) এস এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সার্কুলারে অভিযুক্ত হজ এজেন্সিগুলোকে বলা হয়, পবিত্র হজ শেষে অবৈধভাবে সরকারী বাড়ীতে বেসরকারী হজ এজেন্সিগুলো হাজী রেখে সউদী আইনের পরিপন্থি কাজ করেছে। মক্কার মিসফালাহ বাড়ী নং ১ হোটেল সুফারা আল জাজিরায় জিয়ারত ই কাবা ট্যুরস এন্ড ট্রাভেলসের ৫০ জন হাজী, মেসার্স আহসান ট্রাভেলস ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্টের ৫০ জন হাজী, মেসসার্স আহসান ট্রাভেলস ইন্টারন্যাশনা ট্রাভেলস এজেন্টের (আব্দুল্লাহ হজ কাফেলা) ৪৫ জন হাজী, মেসফালার বাড়ী নং-২ হোটেল দুররাতুল হুদহুদে আল-জিয়ারত ইন্টারন্যাশনালের ৬০ জন হাজী, মেসার্স এম নূরে মদিনা ট্রাভেলস এন্ড ট্যুরসের ৪৫ জন হাজী, আল আমানত ট্রাভেলসের ৬০ জন হাজী, মেসফালা বাড়ী নং-৩ হোটেল আল শুমুউতে মেসার্স জামান এন্টারপ্রাইজের ২৬০ জন হাজী, সঞ্জুরী ট্রাভেলস এন্ড ট্যুরসের ২১০ জন হাজী, মেসফালাবাড়ী নং ৫ হোটেল জুদ আল তাজে জাবেদ এয়ার ইন্টারন্যাশনালের ২৯ জন হাজী, আল মদিনা হজ এন্ড ট্রাভেলস সার্ভিসের ১৫৩ জন হাজী, ইব্রাহিম ট্রাভেলসের ৬০ জন হাজী, জেনাস ট্রাভেলস এন্ড ট্যুরসের ৪৭ জন হাজী, কে বি এয়ার ইন্টারন্যাশনালের ১০৮ জন হাজী এবং আনাস ট্রাভেলস এন্ড ট্যুরসের ৪৩ জন হাজী অবৈধভাবে রাখা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের সার্কুলারে বলা হয়, উল্লেখিত বাড়ী সমূহ সরকারী হাজীদের ১৫ মুহররম পর্যন্ত ভাড়া করা হয়। সরকারী হাজীগণ হজ শেষে দেশে চলে আসার সাথে সাথে উক্ত হজ এজেন্সি’র মালিকরা বাড়ীর মালিকদের সাথে যোগসাজস করে অবৈধভাবে ঐ বাড়ীগুলোত হাজীদের উঠায়। যা’ সউদী আইনের পরিপন্থি এবং বিদেশে বাংলাদেশের ভাব-মর্যাদা ক্ষুন্ন করার শামিল। আগামী ৭ দিনের মধ্যে এ বিষয়ে কারণ দর্শানোর নিদের্শ দেয়া হয়েছে। অভিযুক্ত হজ এজেন্সি’র একজন স্বত্বাধিকারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, হজ শেষে মক্কা থেকে সরকারী সকল হাজী দেশে চলে আসার পর উল্লেখিত বাড়ীগুলো খালি পড়েছিল। সউদীর সংশ্লিষ্ট বাড়ীর মালিকরা এসব হজ এজেন্সি’র হাজীদের থাকার জন্য বাড়ী ভাড়া দিয়েছেন । যার দায়-দায়িত্ব সউদী বাড়ীর মালিকদের ওপর বর্তায়। এ ব্যাপারে ধর্ম মন্ত্রণালয়ের কিছু বলার থাকলে সউদী বাড়ীর মালিকদের নোটিশ করা উচিৎ। তার দাবী এ ক্ষেত্রে উল্লেখিত হজ এজেন্সীগুলো উক্ত বাড়ীতে হাজী ভাড়ায় রাখায় কোনো অপরাধ করেননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হজ

২৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩
১৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ