মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারত ও ইসরাইল অভিন্ন অশুভ উদ্দেশ্য নিয়ে নিজেদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে। তবে পাকিস্তান একে ভয় পায় না। তার দাবি, নিজের সুরক্ষার সামর্থ্য পাকিস্তানের রয়েছে। ভারত-ইসরাইলকে মুসলমানদের ভূখণ্ড দখলকারী আখ্যা দিয়েছেন আসিফ। পাকিস্তানের বেসরকারি টিভি চ্যানেল জিও টিভির ‘ক্যাপিটাল টক’ নামের টক-শো অনুষ্ঠানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ভারত-ইসরাইল কূটনৈতিক সম্পর্কের ২৫ বছরের মধ্যে দ্বিতীয় ইসরাইলি সরকারপ্রধান হিসেবে ছয় দিনের জন্য রবিবার ভারত আসেন নেতানিয়াহু। পাকিস্তানের বেসরকারি টিভি চ্যানেল জিও টিভির ‘ক্যাপিটাল টক’ অনুষ্ঠানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, ভারত ও ইসরাইল উভয় দেশই মুসলমানদের ভূখ- দখল করে রেখেছে। ইসরাইল ফিলিস্তিনিদের বিশাল এলাকা আর ভারত কাশ্মিরের মুসলিমদের ভূখ- দখল করে রেখেছে। এদিকে, পাকিস্তানের সিনেট চেয়ারম্যান রাজা রব্বানি সতর্ক করে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকার মধ্যে বেড়ে চলা সম্পর্ক মুসলিম উম্মাহর জন্য বিরাট হুমকি। ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র ১৩তম আন্তঃসংসদীয় সম্মেলনে গত বুধবার তিনি একথা বলেছেন। পাক সিনেট চেয়ারম্যান বলেন, ফিলিস্তিনের পবিত্র বায়তুল মুকাদ্দাসের আইনগত ও ঐতিহাসিক মর্যাদা পাল্টে দেয়ার বিষয়ে মার্কিন পরিকল্পনার তীব্র বিরোধিতা করে পাকিস্তান। বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী ঘোষণা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবের চরম লঙ্ঘন বলেও তিনি মন্তব্য করেন। সম্প্রতি, জেরুজালেমকে ইসরাইলের রাজধানীর স্বীকৃতি প্রত্যাখ্যানে জাতিসংঘের ভোটে ফিলিস্তিনের পক্ষ নিয়েছে ভারত। তবে খাজা আসিফ বলেছেন, পাকিস্তান কখনওই ইসরাইলের অস্তিত্বকে মেনে নেয়নি, নেবে না। তার দাবি, মুসলমানদের প্রতি শত্রুতাই ভারত-ইসরাইলের বন্ধুত্ব ও আঁতাতের মূল ভিত্তি। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের সঙ্গে পাকিস্তানি জাতির ভাবাবেগ জড়িত। আর কাশ্মির ইস্যুটির সঙ্গে পাকিস্তানের অস্তিত্ব জড়িত। পাকিস্তানের সামরিক সক্ষমতার কথা উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সর্বশক্তি দিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। আর এর মধ্য দিয়ে আমাদের আত্মরক্ষার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। এর আগে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছিলেন, ঘনিষ্ঠ বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক গড়ে তোলার আড়ালে ভারত ও ইসরাইল যে আঁতাত গড়ে তুলছে তার দিকে সতর্ক দৃষ্টি রাখছে পাকিস্তান। রাজা রব্বানি বলেন, বায়তুল মুকাদ্দাস ইস্যুতে জাতিসংঘে পাস হওয়া প্রস্তাবের কারণে আমেরিকা পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করেছে এবং মুসলিম বিশ্বকে বিষয়টি উপলব্ধি করতে হবে। আজ ইরান ও পাকিস্তানকে চাপ দিচ্ছে আমেরিকা; কাল অন্য কোনো দেশকে চাপ দেবে। এ অবস্থায় আমাদেরকে অবশ্যই সাম্প্রদায়িক ও আদর্শিক মতভেদের ঊর্ধ্বে উঠতে হবে। সম্মেলনে দেয়া বক্তৃতায় রাজা রব্বানি বলেন, আমি মুসলিম দেশগুলোর মধ্যে নানা ক্ষেত্রে বিশেষ করে অর্থনীতি, বাণিজ্য, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি, জ্বালানি এবং প্রতিরক্ষা খাতে বহুমুখী সহযোগিতা গড়ে তোলার প্রস্তাব করছি। জিও টিভি, পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।