বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে স্কুলছাত্র আদনান ইসফার খুনের সাথে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মঈন, সাব্বির, আরমান, মোস্তফা ও সাঈদ। কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন জানান, বৃহস্পতিবার ভোর থেকে মহানগরী ও ফটিকছড়ি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি। চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের নবম শ্রেণির ছাত্র আদনান ইসফারকে গত মঙ্গলবার নগরীর জামালখান এলাকায় প্রকাশ্যে ছুরি মেরে হত্যা করে একদল যুবক। আদনান ইসফার এলজিইডি খাগড়াছড়ির প্রকৌশলী আদনান আখতারুল আজমের ছেলে। ঘটনাস্থলের কাছে চট্টগ্রাম প্রেস ক্লাবের পেছনেই তাদের বাসা। ওসি বলেন, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে এই খুনের ঘটনা ঘটে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।