Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনে ভবন ও রাস্তার বিদেশি নামকরণে নিষেধাজ্ঞা

প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চীনে বিভিন্ন স্থাপনা ও জায়গার নামকরণের ক্ষেত্রে বিদেশি নাম রাখার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে সরকার। কর্তৃপক্ষ বলছে, চীনের অনেক জায়গায় ভবন ও রাস্তায় ব্যবহৃত নামের মধ্যে জাতীয় সংস্কৃতির প্রতিফলন অনুপস্থিত। এতে স্পষ্টতই বোঝা যায় বিজাতীয় কোনো শব্দ। চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রী লি লুগুও চান সেতু, ভবন এবং রাস্তার নামকরণ করার সময় চীনা ইতিহাস-ঐতিহ্য থেকে অনুপ্রাণিত হয়ে যেন এসব স্থাপনার নামকরণ করা হয়। বিবিসি মনিটরিং চীনা সংবাদপত্র বেইজিং নিউজকে উদ্ধৃত করে বলছে, বর্তমানে এসব স্থাপনার নাম দেওয়া হচ্ছে বিদেশি নামে যেমন ‘ম্যানহাটান প্লাজা’ বা ‘হলিউড রোড’। লি বলেছেন, বিভিন্ন স্থানের নামকরণে বিদেশি প্রভাব কাটানোর মাধ্যমে তারা জাতীয় সংস্কৃতিকে জোরদার ও সুরক্ষিত করতে চান এবং চীনের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে চান। শিনহুয়া সংবাদ সংস্থা বলছে, এমন সব নাম প্রথমেই পরিবর্তনের পরিকল্পনা নেওয়া হচ্ছে যেগুলো জাতীয় মর্যাদা ক্ষুণœ করছে এবং যেসব নাম চীনের সমাজবাদী মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। এ ছাড়াও তালিকায় থাকবে সেসব নাম যেগুলো নিয়ে জনগণ সবচেয়ে বেশি আপত্তি তুলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এই ইস্যুতে দ্বিধাবিভক্ত। অনেকে যুক্তি দেখাচ্ছে যখন কোনো জায়গার বিদেশি নাম দেওয়া হয় তা সেই দেশ বা শহরের সঙ্গে চীনের দীর্ঘ যোগাযোগকে স্মরণ করেই দেওয়া হয়। বিবিসি।



 

Show all comments
  • সুহৃদ ২৬ মার্চ, ২০১৬, ১২:৪৬ পিএম says : 0
    আমরাও চীনের দৃষ্টান্ত অনুসরণ করে বৃটিশ আমলের নামগুলো (মিন্টো রোড, ফুলার রোড, নারায়নগঞ্জ (পূর্বতন খিজিরপুর), ইত্যাদি) বদলে ফেলতে পারি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীনে ভবন ও রাস্তার বিদেশি নামকরণে নিষেধাজ্ঞা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ