মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যে কোনো সময় হামলার আশঙ্কায় ইউরোপোলের সতর্কতা জারি
ইনকিলাব ডেস্ক : ইউরোপের গোয়েন্দা সংস্থা ইউরোপোল গোটা ইউরোপের দেশগুলোর প্রতি সন্ত্রাসী হামলা হওয়ার সতর্কতা জারি করেছে। বিশেষ করে সিরিয়া থেকে আসা শরণার্থীদের মধ্যে লুকিয়ে থাকা ইসলামিক স্টেট সংগঠনের সদস্যদের তরফ থেকে এই হামলার আশংকা সবচেয়ে বেশি বলে জানিয়েছে তারা। ইউরোপোলর পরিচালক রব ওয়েনরাইট বলেছেন, এখন পর্যন্ত ইউরোপে প্রায় ৫ হাজার ব্যক্তি চরমপন্থি জিহাদের আদর্শ গ্রহণ করেছে। তারা যে কোনো সময় হামলা করতে পারে। কাজেই ইসলামী জঙ্গিবাদের হুমকি আগে যতটা ধারণা করা হয়েছিল তার চেয়ে এখন অনেক বেশি। ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্র ব্রাসেলসে ইসলামিক স্টেটের জিহাদিরা যে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে, তাতে গোটা ইউরোপের নিরাপত্তা এখন এক বিরাট হুমকির মুখে পড়েছে। হামলার পর ইউরোপের নিরাপত্তা নিয়ে সরকারগুলো যখন শঙ্কিত ঠিক এরই মধ্যে ইউরোপীয় পুলিশ সংস্থার প্রধান এই সতর্কতা দিলেন। ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিচারমন্ত্রীরা গত বৃহস্পতিবার ব্রাসেলসে জরুরি বৈঠকে বসেন। অপর এক খবরে বলা হয়, ব্রাসেলস হামলা সম্পর্কে কিছুই জানতেন না প্যারিস হামলার মূল সন্দেহভাজন সালেহ আবদেস সালাম। এমনটাই জানিয়েছেন তার আইনজীবী ম্যারি। তিনি বলেন, সালেহ আবদেস সালাম আমাকে জানিয়েছিলেন তিনি যত দ্রুত সম্ভব ফ্রান্স ছাড়তে চান। এর আগে ম্যারি জানিয়েছিলেন, তার মক্কেল আবদেস সালাম ব্রাসেলসের তদন্তকারীদের সহযোগিতা করছেন। তবে ফরাসি কর্তৃপক্ষের হাতে তাকে তুলে দেওয়া নিয়ে তার জোরালো আপত্তি ছিল। গত ১৮ মার্চ সালেহ আবদেস সালামকে বেলজিয়ামের একটি শহর থেকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের মোলেনবেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে দেশটির সন্ত্রাসবিরোধী পুলিশ। সালেহ আবদেস সালামের সঙ্গে ওই হামলার ওয়ারেন্টভুক্ত মনির আহমেদ আল হাদজ নামের আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। এ ছাড়া শহরের একই পরিবারের তিন ব্যক্তিকে তার ভরণপোষণের দায়ে অভিযুক্ত করা হয়েছে। গত নভেম্বর মাসে প্যারিস হামলার পর থেকে পালিয়ে ছিলেন আবদেস সালাম। গ্রেফতারের আগে ব্রাসেলসের পাশের শহরের একটি ফ্ল্যাটে আবদেস সালামের আঙ্গুলের ছাপ পাওয়া যায়। আর সেদিনই ওই ফ্ল্যাটে অভিযান চালানো হলেও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এপি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।