মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইরানের আরো দুটি সংস্থার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ বিভাগ। ইরানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রতি সমর্থন দেয়ার অভিযোগে এ নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়া হলো। গত বৃহস্পতিবার ইরানের বিরুদ্ধে নেয়া ওয়াশিংটনের সর্বশেষ এই আইনি পদক্ষেপ ঘোষণা করা হয়। ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কথিত সহায়তার অভিযোগ ইরানের ১১ কোম্পানি ও ব্যক্তির বিরুদ্ধে একই রকম নিষেধাজ্ঞা আরোপের কয়েক সপ্তাহের মধ্যে এ ঘোষণা দেয়া হলো। সর্বশেষ নিষেধাজ্ঞার জেরে ইরানের শহীদ নুরি ইন্ডাস্ট্রিজ এবং শহীদ মোভাহেদ ইন্ডাস্ট্রিজকে আন্তর্জাতিক অর্থনৈতিক তৎপরতা থেকে সরিয়ে দেয়া হলো। যুক্তরাষ্ট্র দাবি করছে, ইরানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে জড়িত একটি শিল্পগোষ্ঠীর জন্য কাজ করছে এই দুই কোম্পানি। এ ছাড়া, ইরানের মাহান এয়ারের সঙ্গে ব্যবসা করার জেরে ব্রিটিশ দুই ব্যবসায়ী জেফরি জন জেমস অ্যাশফিন্ড এবং জন এডওয়ার্ড মিডওসের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ বিভাগ। যুক্তরাষ্ট্র অভিযোগ করছে, বেসরকারি এ যাত্রীবাহী বিমান সংস্থা ইরানের ইসলামি গার্ড বাহিনী বা আইআরজিসি’র অস্ত্র বহন করে এবং একে তহবিলের জোগান দেয়। মার্কিন অর্থ বিভাগের কর্মকর্তা অ্যাডাম জে জুবিন এক বিবৃতিতে দাবি করেন, তার ভাষায়, ইরানের ব্যালাস্টিক কর্মসূচি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইরানের সমর্থন প্রতিহত করতে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে সব হাতিয়ারই ব্যবহার করবে আমেরিকা। আইআরআইবি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।