Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অক্টোবরে সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু -সিইসি

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৮, ১:০৯ পিএম | আপডেট : ১:১৯ পিএম, ১৫ জানুয়ারি, ২০১৮

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই আশা প্রকাশ করেন।
এ সময় সিইসি বলেন, অক্টোবর মাস থেকেই জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। ডিসেম্বর অথবা ২০১৯ সালের জানুয়ারি মাসের যে কোন সময় নির্বাচনের দিনক্ষণ ঠিক হতে পারে।
আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের কোন সুযোগ নেই উল্লেখ করে তিনি আরও বলেন, প্রশাসনিক জটিলতা, নদীভাঙনসহ সংশ্লিষ্ট কারণে কিছু আসন পুনর্বিন্যাসের কাজ চলছে। তবে, এতে সব আসনে প্রভাব পড়বে না।
এ সময় বিএনপি প্রস্তাবিত নির্বাচনকালীন সহায়ক সরকার নিয়ে নির্বাচন কমিশন কি ভাবছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা রাজনৈতিক বিষয়। সরকারই এর সিদ্ধান্ত নেবে। সিইসি পরে সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস পরিদর্শন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিইসি

২৮ ফেব্রুয়ারি, ২০২২
১৬ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ