Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনন্য বৈশিষ্ট্যে সমুজ্জ্বল সাহেব কেবলা ফুলতলী (র.)

এ এম এম বাহাউদ্দীন | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বাংলাদেশে ইসলাম প্রচারিত হয়েছে পীর, আওলিয়া ও উলামা মাশায়েখের মাধ্যমে। যারা মহানবী (সা.) এর অনুপম আদর্শ ও সুন্দরতম আখলাক নিজেদের মধ্যে লালন করতেন। মানুষের কল্যাণে একনিষ্ঠভাবে কাজ করতেন। সমাজ ও মানবতার কল্যাণে নিজেদের জীবনকে বিলিয়ে দিতেন। এসব বুযুর্গেরা আধ্যাত্মিক শক্তির বলেই জাহেলিয়্যাত পরাজিত হয়। স্বর্ণযুগের এসব ওলি-দরবেশের মধ্যে একটি উজ্জ্বল নিদর্শন ছিলেন ওলিয়ে কামিল সাহেব কিবলা ফুলতলী শামছুল উলামা হযরত আল্লামা আবদুল লতিফ চৌধুরী ফুলতলী (র.) (১৯১৩-২০০৮)। তিনি বাল্য বয়সেই দ্বীনি শিক্ষা অর্জন করার পাশাপাশি আধ্যাত্মিক শিক্ষার প্রতি অনুরাগী ছিলেন। কেবল গতানুগতিক আলেম বা পীরের মতো কাজ করেন নি। তিনি আল্লাহর নৈকট্য লাভের জন্য ইবাদত বন্দেগী, তসবিহ তাহলিল, জিকির মুরাকাবা পাশাপাশি সৃষ্টির সেবাকে বিশেষ গুরুত্ব দিতেন। এজন্য তার অবদান তার চলে যাওয়ার পরেও পত্র-পল্লবে বিকশিত হচ্ছে। শুধু তাই নয়, তার কিরাত পদ্ধতির ফলে সৃষ্ট লাখো ছাত্র, দ্বীনি উচ্চ শিক্ষার মাধ্যমে তৈরি শত সহস্র শিষ্য ও আধ্যাত্মিক দীক্ষাপ্রাপ্ত অসংখ্য মুরিদ ছাড়াও তার রয়েছে ঔরসজাত নেক সন্তান। যা একজন মানুষের পরকালীন অব্যাহত মর্যাদা বৃদ্ধির অন্যতম কারণ হয়ে থাকে। দুনিয়াতেও যারা তার মিশনকে অগ্রসর করেন। এদিক দিয়ে সাহেব কিবলা ফুলতলী (র.) অনন্য। তার সন্তানদের মধ্যে সবাই উল্লেখযোগ্য। হযরত আল্লামা মোহাম্মদ ইমাদউদ্দিন চৌধুরী, হযরত আল্লামা মোহাম্মদ নজমুদ্দীন চৌধুরী, হযরত মাওলানা মোহাম্মদ শিহাবউদ্দিন চৌধুরী, মুফতি মাওলানা মোহাম্মদ গিয়াসউদ্দীন চৌধুরী, মাওলানা মোহাম্মদ কমরউদ্দীন চৌধুরী, হাফিজ মাওলানা মোহাম্মদ ফখরউদ্দীন চৌধুরী ও মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী। সাহেব কিবলা ফুলতলী কেবল সিলেট অঞ্চলেই দ্বীনের খেদমত, সমাজকল্যাণ ও মানব উন্নয়ন করেন নি দেশের বাইরেও তার কার্যক্রম বিস্তৃত ছিল। 

যুক্তরাজ্যে কয়েকটি প্রতিষ্ঠান ও সংগঠন : হযরত আল্লামা ফুলতলী সাহেব কিবলা (র.) এর দ্বীনী খেদমতের পরিধি বাংলাদেশ, ভারত তথা সমগ্র উমহাদেশ ছাড়িয়ে সুদূর ইউরোপ, আমেরিকা পর্যন্ত বিস্তৃত হয়েছে। ইলমে কিরাত, ইলমে হাদিস, ইলমে তাসাওউফসহ সব ধরনের খেদমত পরিচালনার জন্য তিনি যুক্তরাজ্যে বহু সংখ্যক দ্বীনী প্রতিষ্ঠান ও সংগঠন প্রতিষ্ঠা করে গেছেন। আল্লামা ফুলতলী সাহেব কিবলা (র.) প্রতিষ্ঠিত এ সকল প্রতিষ্ঠান ও সংগঠন সম্পর্কে সংক্ষিপ্ত আলোকপাত করা হলো।
দারুল হাদীস লতিফিয়া : হযরত আল্লামা সাহেব কিবলা (র.) ১৯৭৮ সালে সর্বপ্রথম বৃটেনে সফরকালে সে দেশে অভিবাসী মুসলিম সমাজের ভবিষ্যত প্রজন্মের কথা চিন্তা করে ইসলামী শিক্ষা বিস্তারে উদ্যোগী হন। সেই বছরই পূর্ব লন্ডনের নিউ রোডে ভাড়া করা ঘরে ‘মাদরাসায়ে দারুল কিরাত মাজিদিয়া’ নামে একটি মাদরাসা শুরু করেন। ১৯৮১ সালে ক্যানন স্ট্রিট রোড, লন্ডন ঊ-১ এর ফ্ল্যাট কিনে মাদরাসা স্থানান্তর করা হয়। তখনকার সময়ে লন্ডনে মসজিদ কেন্দ্রিক প্রাথমিক ইসলামী শিক্ষার ব্যবস্থা থাকলেও তা ছিল অত্যন্ত অপ্রতুল। ২০০৫ সালের নভেম্বর পর্যন্ত এখানেই এ প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি মক্তব ও প্রাইমারী ইসলামী শিক্ষার গন্ডি পেরিয়ে সেকেন্ডারি স্কুল, কলেজ ও উচ্চতর ইসলামী শিক্ষার পর্যায়ে উন্নীত হয়। ক্যানন স্ট্রিট রোডের ‘মাদরাসায়ে দারুল কিরাত মজিদিয়া’য় কামিল (টাইটেল) ক্লাস পর্যন্ত শিক্ষাদানের ব্যবস্থা করা হলে ছাত্রদের স্থান সংকুলান অসম্ভব হয়ে দাঁড়ায়। তাই মাদরাসার জন্য বৃহত্তর পরিসরে ভবন ক্রয়ের প্রয়োজনীয়তা দেখা দেয়। এ লক্ষ্যে বেথনাল গ্রীনে একটি ভবন কেনার উদ্যোগ গ্রহণ করা হলে সাহেব কিবলা নিজে লন্ডনে গিয়ে তহবিল সংগ্রহের ব্যবস্থা করে দেন। ২০০৫ সালের ২৭ নভেম্বর শিক্ষক-ছাত্রদের সাথে নিয়ে বর্তমান ভবনটি তিনি উদ্বোধনও করেন। উচ্চতর ইসলামী শিক্ষার সুযোগ বৃদ্ধি তথা কামিল জামাত পর্যন্ত মাদরাসা উন্নীত হওয়ার কারণে নতুন আঙ্গিকে মাদরাসা কার্যক্রম শুরু হয়। এ সময় মাদরাসার নামকরণ করা হয় ‘দারুল হাদীস লতিফিয়া’। ইলম-আমল, তাহযীব-তামাদ্দুন এবং আদব আখলাকের বাস্তবসম্মত প্রশিক্ষণে আদর্শ মুসলিম গঠনের প্রত্যয় নিয়ে দারুল হাদীস লতিফিয়া তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
আনজুমানে আল ইসলাহ ইউকে : ইংল্যান্ডে অবস্থানরত মুসলিম সমাজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আদর্শের উপর টিকিয়ে রাখা ও দ্বীনী খেদমত আনজাম দেওয়ার লক্ষ্যে ১৯৭৮ সালে আল্লামা ফুলতলী সাহেব কিবলা (র.) তার প্রথম বৃটেন সফরকালে গঠন করেন ‘আনজুমান আল ইসলাহ ইউকে’। বর্তমানে ইংল্যান্ডের প্রত্যেকটি বড় নগরে ‘আনজুমানে আল ইসলাহ’ এর শাখা রয়েছে।
লতিফিয়া উলামা সোসাইটি ইউকে : বৃটেনে বসবাসরত আহলে সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কিরামের একতা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে দ্বীনী খেদমত আনজাম দেওয়ার মহান লক্ষ্য নিয়ে ১৯৮৭ সালের নভেম্বর মাসে হযরত আল্লামা ফুলতলী সাহেব কিবলা (র.) প্রতিষ্ঠা করেন ‘আল ইসলাহ উলামা সোসাইটি ইউকে’। হযরত আল্লামা ফুলতলী সাহেব কিবলা (র.) এর ইন্তিকাল পরবর্তী সময়ে এ সংগঠনের নামকরণ করা হয় ‘লতিফিয়া উলামা সোসাইটি ইউকে’।
লতিফিয়া কারী সোসাইটি ইউকে : আল্লামা ফুলতলী সাহেব কিবলা (র.) এর নিকট ইলমে কিরাতের সনদগ্রহণকারী বৃটেন প্রবাসীদের ঐক্যবদ্ধ রেখে তাদের মাধ্যমে সমাজের ইলমে কিরাতের খেদমত জারি রাখার লক্ষ্যে ১৯৯৩ সালের অক্টোবর মাসে তিনি প্রতিষ্ঠা করেন ‘লতিফিয়া কারী সোসাইটি ইউকে’। প্রতিষ্ঠালগ্ন থেকে এ সংগঠনটি ইংল্যান্ডের বিভিন্ন স্থানে কিরাত শিক্ষাকেন্দ্রগুলোর তত্ত্বাবধান ও সহযোগিতা করে আসছে।
আল ইসলাহ ইয়ুথ ফোরাম : বৃটেনের তরুণ ও যুব সমাজকে সঠিক ইসলামী চিন্তা ও চেতনায় উজ্জীবিত করে সংঘবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে ১৯৯৯ সালের অক্টোবর মাসে হযরত আল্লামা ফুলতলী সাহেব কিবলা (র.) গঠন করেন ‘আল ইসলাহ ইয়ুথ ফোরাম ইউকে’।
কিরাত প্রশিক্ষণ কেন্দ্র : হযরত আল্লামা ফুলতলী সাহেব কিবলা (র.) এর নির্দেশনায় এবং তাঁর নিকট থেকে কিরাত সনদপ্রাপ্ত কারী সাহেবগণের পরিচালনায় ইংল্যান্ডের বিভিন্ন স্থানে বিশুদ্ধ কোরআন তিলাওয়াত শিক্ষাদানের নিমিত্তে গড়ে উঠেছে অনেক কিরাত প্রশিক্ষণকেন্দ্র। দারুল কিরাত মাজিদিয়া ফুলতলী ট্রাস্টের সিলেবাস অনুসরণে এ সকল কেন্দ্রে কোরআন তিলাওয়াত শিক্ষা দেওয়া হয়। ইংল্যান্ডের অনেকগুলো শহরে এ সকল কিরাত প্রশিক্ষণ কেন্দ্র চালু রয়েছে।
বার্মিংহামে সিরাজাম মুনিরা জামে মসজিদ ও অ্যাডুকেশন সেন্টার : ফুলতলী ছাহেব কিবলার রুহানী আওলাদদের মাধ্যমে বার্মিংহামে সিরাজাম মুনিরা জামে মসজিদ ও অ্যাডুকেশন সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। এটি অনেক বড় একটি প্রতিষ্ঠান। ২০১৭ সালের মে মাসের শেষের দিকে এর উদ্বোধন করেছেন ওলিয়ে কামিল আল­ামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী। সুবৃহৎ এই প্রতিষ্ঠান মুসলমানদের ইমান-আকিদা ও ইসলামের প্রচার প্রসারে ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। এটি ফুলতলী সিলসিলার মানুষের জন্য সুখবর। আমি এই প্রতিষ্ঠানে গিয়েছি। ঘুরে ঘুরে প্রতিষ্ঠানটি দেখেছি। এই প্রতিষ্ঠানের কাজে ১.২ মিলিয়ন ডলার ব্যয় হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এর ফাউন্ডার হচ্ছেন উপমহাদেশের বিশিষ্ট ওলিয়ে কামিল আল­ামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী। যুক্তরাজ্যের বার্মিংহামের কভেন্ট্রি সড়কের ইয়াডলিতে আজদা শপিং মলের পাশে অবস্থিত মনোরম এই প্রতিষ্ঠানটির প্রথম তলায় মসজিদ এবং দু’তলা সম্পন্নের পর সেখানে আবাসিক কলেজ করা হবে। যার পাঠ্যসূচিতে বৃটিশ কারিকুলাম ও ইসলামিয়াত বিষয় থাকবে। মসজিদের পুরো কাজ শেষ হলে সেখানে একসাথে প্রায় ৫ হাজার মুসলি­ নামাজ আদায় করতে পারবেন।
ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রি ইউকে : কভেন্ট্রিতে ফুলতলী ইসলামিক সেন্টার নামে আরেকটি প্রতিষ্ঠান রয়েছে ফুলতলী সিলসিলার। এটি পরিচালনা করছে সিলসিলা ইসলামিক সোসাইটি ইউকে নামীয় সংগঠন। এটি অত্যন্ত সুন্দর জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রতিষ্ঠানে ছোট ছোট বাচ্চাদের সহিহ শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত শিখানো হয়। তাজবীদ শিক্ষা দেওয়া হয়। মিলাদ শরীফ পড়া হয় ও কসিদায়ে বুরদা শরীফের খতম হয়। প্রতিদিন ঘুম থেকে উঠে বাচ্চারা কুরআনের তেলাওয়াত দিয়ে দিনের শুরু করেন। যুক্তরাজ্যের মতো জায়গায় এরকম পরিবেশ খুবই কম। সব সময় এক নূরানী পরিবেশ বিরাজ করে। এর প্রিন্সিপাল বিশিষ্ট ইসলামি বক্তা মাওলানা আবুল হাসান।
লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স : লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স একটি বৃটিশ কারিকুলাম অনুসারে পরিচালিত মুসলিম স্কুল। প্রতিষ্ঠানটিতে আবাসিক ও অনাবাসিক ব্যবস্থা রয়েছে। এর প্রিন্সিপাল ফুলতলী ছাহেবের স্নেহধন্য মাওলানা এম এ কাদির আল হাসান। এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হযরত আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী ফুলতলী। প্রতিষ্ঠানটি অনেক বড়। এর মাধ্যমে ব্রিটেনেও মুসলিম বাচ্চারা ইসলামিক পরিবেশে গড়ে উঠবে আমার বিশ্বাস।
আল মাজিদিয়া ইভিনিং মাদরাসা : হযরত আল্লামা ফুলতলী সাহেব কিবলা (র.) ইসলামী শিক্ষার নানাবিধ খেদমত আনজাম দিতে গঠন করেন ‘আল মাজিদিয়া ট্রাস্ট ইউকে’। বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত কোমলমতি শিশুদের বিশুদ্ধ কোরআন তিলাওয়াত শিক্ষাদানের পাশাপাশি দ্বীনী প্রাথমিক শিক্ষায় পারদর্শী করে গড়ে তোলার লক্ষ্যে এ ট্রাস্টের অধীনে ‘আল মাজিদিয়া ইভিনিং মাদরাসা’ এবং ‘আল মাজিদিয়া উইকেন্ড ইভিনিং মাদরাসা’ প্রতিষ্ঠা করা হয়েছে।
মসজিদ-মাদরাসা : হযরত আল্লামা ফুলতলী সাহেব কিবলা (র.) এর নির্দেশ, তত্ত্বাবধান, পৃষ্ঠপোষকতা, প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা এবং তার মুরীদীন-মুহিব্বীনের উদ্যোগে ইংল্যান্ডের বিভিন্ন শহরে গড়ে উঠেছে অনেক মাদরাসা, মক্তব, মসজিদ ও ইসলামিক সেন্টার। কোনো শহরে মসজিদ, মক্তব প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণের সংবাদ শুনলেই হযরত আল্লামা ফুলতলী সাহেব কিবলা (র.) স্বয়ং উপস্থিত থেকে তহবিল সংগ্রহ করেছেন। উদ্যোক্তাদের উৎসাহ-অনুপ্রেরণা যুুগিয়েছেন। হযরত আল্লামা ফুলতলী সাহেব কিবলা (র.) এর উৎসাহ, অনুপ্রেরণা ও সহযোগিতার মাধ্যমে গড়ে উঠেছে ওল্ডহ্যাম জালালিয়া মাদরাসা, লতিফিয়া একাডেমী ওল্ডহ্যাম। সর্বশেষ ২০০৭ সালে বৃটেন সফরকালে তিনি ওল্ডহ্যামে একটি পূর্ণাঙ্গ মাদরাসা প্রতিষ্ঠার উদ্যোগ অনুমোদন করেন। তার দোয়া, ইজাযত ও সহযোগিতায় লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার, কার্ডিফ, টিপটপ, ওয়ালসল, ওল্ডহ্যাম, লুটনসহ সমগ্র ইংল্যান্ডের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে অনেক মসজিদ, মাদরাসা, মক্তব ও ইসলামিক সেন্টার। তাঁর ইন্তিকালের পরবর্তী সময়ে তার সুযোগ্য সাহেবজাদা ও শাগরিদগণ তার এ সকল খেদমতের ধারাবাহিকতা রক্ষায় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রতিষ্ঠা করছেন নতুন নতুন মাদরসা, মসজিদ, মক্তব ও ইসলামিক সেন্টার। শুধু ইউরোপ নয়, আমেরিকাসহ অন্য অনেক স্থানে এ ধারার বহু প্রতিষ্ঠান ও ইসলামিক সেন্টার ফুলতলী সিলসিলার প্রসারে কাজ করছে।
ফুলতলী হুজুরের বৈশিষ্ট্য অনেক। এরমধ্যে লক্ষ্যণীয় তার সমাজকর্ম। অন্য অনেক পীরের মতো তিনি দরবার স্থাপন করে অর্থ ও ক্ষমতা নিয়ে বসে থাকার পথ ধরেন নি। তিনি তার সকল অর্জনকে মানবতার সেবায় বিলিয়ে দিয়েছেন। তার প্রভাব তিনি কাজে লাগিয়েছেন কোরআন প্রচারে। দ্বীনী শিক্ষার প্রসারে। তার সরলতার নমুনা এখনো দেখা যায় তার উত্তরসূরী হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বর্তমান পীর সাহেব ফুলতলীর মধ্যে। তার অন্যান্য সন্তানদের মাঝেও তিনির দুনিয়া বিরাগী খেদমতের মানসিকতা। বর্তমান যুগে একজন প্রভাবশালী ও পুরনো আমল থেকে বহু সম্পদশালী একজন পীর এতোটা দুনিয়াবিমুখ হতে পারেন তা বর্তমান পীরসাহেব আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরীকে না দেখলে বুঝা যাবেনা। মনে হবে তিনি একজন আল্লাহর ধ্যানে সদা নিমজ্জিত ব্যক্তি। শুধু বিদেশে নয় দেশেও আদর্শ শিক্ষিত ও আদব কায়দা সংবলিত আলোকিত ঈমানদার যোগ্য, দক্ষ মানুষ তৈরির জন্য ফুলতলীর প্রয়াস প্রশংসনীয়। সিলেটে সাহেব কিবলা (র.) এর প্রতিষ্ঠিত দুটি অনার্স কোর্সসহ মাস্টার্স মানের কামিল মাদরাসা রয়েছে। আরো রয়েছে দেশব্যাপী ভবিষ্যৎ ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য ‘আনজুমানে আল ইসলাহ’ নামের সংগঠন। যার দ্বারা তৈরি হচ্ছে আদর্শ ও কর্মবীর আলেম উলামা। লন্ডন সফরের সময় সেখানকার দায়িত্বশীলদের দেওয়া তথ্য মতে জানতে পেরেছি যে, বৃটেনে অন্তত ২৫০ মসজিদে ফুলতলী সাহেবের দীক্ষাপ্রাপ্ত ইমাম ও খতিব রয়েছেন। যার সংখ্যা দিনদিন বাড়ছে। তারা ফুলতলীর পীর সাহেবের হাতে গড়া। বর্তমান যুগে দুনিয়ার লোভ ছেড়ে শুধু দ্বীনী কাজ ও মানবকল্যাণকে নিজের জীবনের ব্রত হিসেবে গ্রহণ করা এসব ইমাম ও আলেম অতীতযুগের ইসলাম প্রচারক আউলিয়া দরবেশদেরই উত্তরসূরী। দুনিয়া যখন অর্থবিত্ত, ক্ষমতা ও ভোগবিলাসের পেছনে ছুটছে, যখন আরব শাসকরাও পথ হারাচ্ছে, যখন বহু খান্দানী পীর আউলিয়া ও খানকাহ দরবার পরিচালকদেরও পদস্খলন ঘটছে। তখন ফুলতলীর নীতি আদর্শ চোখে পড়ার মতো। হুজুরের নাতি আহমদ হাসান চৌধুরী শাহান এক প্রতিশ্রুতিশীল আলেম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পাশাপশি ঢাকা হাইকোর্ট মাজার মসজিদের খতিব হিসেবে তার মেধা, প্রতিভা ও আধ্যাত্মিকতার সূচনা খুবই আশাপ্রদ। দাদার যোগ্য উত্তরসূরী হিসেবে আল্লাহ তাকে কবুল করুন। বৃটেনে যারা সাহেব কেবলা ফুলতলী (র.) এর মিশনকে এগিয়ে নিচ্ছেন তাদের মধ্যে সিরাজাম মুনিরা জামে মসজিদ ও অ্যাডুকেশন সেন্টারের পরিচালক মাওলানা হাফিয সাব্বির আহমদ, মাওলানা আবদুল কাদের সালেহ প্রমুখ উজ্জলমুখ পাশ্চাত্যে বাংলাদেশী ঐতিহ্যবাহী তরিকার প্রচারকরূপে পরিচিতি লাভ করেছেন।
ব্যক্তিগতভাবে আমি একটি ঐতিহ্যবাহী উলামা মাশায়েখ পরিবারের সন্তান। আমার দাদাজি হযরত আল্লামা শাহ মুহাম্মাদ ইয়াসিন (র.) ছিলেন ঐতিহাসিক ফুরফুরা দরবারের খলিফা। আমার পিতা হযরত মাওলানা এম এ মান্নান (র.) নিজেও ছিলেন আধ্যাত্মিক ব্যক্তিত্ব। ছোটবেলা থেকে দেশের বরেন্য উলামা মাশায়েখ ও পীর আউলিয়াদের মায়া মমতা ও আদর স্নেহে আমি বড় হয়েছি। নিজের জীবনও তাদের সান্নিধ্যে থেকে তাদের খেদমতের মধ্য দিয়ে কাটাচ্ছি। ঢাকায় খতিব উবায়দুল হক জালালাবাদী (র.) শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক (র.) ও বিশেষভাবে মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম (র.) আমাকে বেশী স্নেহ করতেন। শর্ষিনাসহ দেশের প্রখ্যাত সকল দরবারের পীর সাহেবান আমার খুবই নিকটের ও শ্রদ্ধাভাজন। তবে আমার ব্যক্তিগত জীবনে সাহেব কেবলা ফুলতলী রহ. এর স্নেহ ছায়া একটু ভিন্ন মাত্রার। ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আন্দোলনে যখন আমরা অনেকটাই দিকভ্রান্ত, কিংকর্তব্যবিমূঢ় তখন সকল ষড়যন্ত্র ও বাধা বিপত্তি মোকাবেলা করে এগিয়ে যাওয়ার সাহস দিয়েছেন তিনি। তার ঐতিহাসকি লংমার্চের ঘটনা আমি কোনোদিন ভুলবনা। তিনি প্রবল আধ্যাত্মিক ক্ষমতা ও আল্লাহ প্রদত্ত দূরদৃষ্টির অধিকারী ছিলেন। তার ইন্তেকালের সামান্য আগে তিনি যাদের সাথে কথাবার্তা বলেন তার মধ্যে আমিও একজন। যবান বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্তও তিনি ইসলামের কথাই ভেবেছেন। মোবাইলে সিলেট থেকে আমাকে বলেছেন, ‘বাহাউদ্দীন, তুমি কোনো চিন্তা করোনা। আল্লাহ তোমার সাথে আছেন। ইনশাআল্লাহ কেউই তোমার কোনো ক্ষতি করতে পারবে না।’ সম্ভবত এই ছিল তার শেষ কথাগুলির একটি। এই দোয়া ও আশ্বাসবাণী আমাকে অবিশ্বাস্য শক্তি ও সাহস যুগিয়েছে। আমি তার প্রতি কৃতজ্ঞ। তার উত্তরাধিকারী সকলের প্রতিও আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সাহেব কেবলা রহ. এর মিশন সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।



 

Show all comments
  • মাওলানা নজরুল ইসলাম ১৫ জানুয়ারি, ২০১৮, ১২:৫৬ এএম says : 1
    আল্লামা ফুলতলী ছাহেব (র.) শুধু শামসুল উলামাই ছিলেন না তিনি ছিলেন বাহরুল উলুম।
    Total Reply(0) Reply
  • ফজলুল হক ১৫ জানুয়ারি, ২০১৮, ১২:৫৭ এএম says : 1
    আল্লামা ফুলতলী ছাহেব (র.) হাজার হাজার মসজিদ, মাদরাসা ও মক্তব প্রতিষ্ঠা করে দ্বীনের খেদমত করে গেছেন।
    Total Reply(0) Reply
  • মানিক হায়দার ১৫ জানুয়ারি, ২০১৮, ১২:৫৮ এএম says : 0
    আল্লামা ফুলতলী ছাহেব (র.) ছাহেবের ইলমে তরীকত, ইলমে কেরাত, ইলমে হাদিসের সনদ মাশহুর সিলসিলার মাধ্যমে আল্লাহর রাসূল (সা.) পর্যন্ত পৌঁছেছে।
    Total Reply(0) Reply
  • MD Mizanur Rahman ১৫ জানুয়ারি, ২০১৮, ১২:৫৯ এএম says : 0
    ফুলতলী ছাহেবের খেদমত শুধু তরিকা-তাসাউফের মধ্যেই সীমাবদ্ধ ছিলো না। সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটেও তার অবদান অপরিসীম। জাতীয় সংকটে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
    Total Reply(0) Reply
  • তানবীর ১৫ জানুয়ারি, ২০১৮, ৫:২৬ এএম says : 0
    হযরত আল্লামা ফুলতলী সাহেব কিবলা (র.) সাহেব সম্পর্কে লেখায় এ এম এম বাহাউদ্দীন সাহেবকে অসংখ্য মোবারকবাদ জানাই
    Total Reply(0) Reply
  • আখতার হোসাইন জাহেদ ১৫ জানুয়ারি, ২০১৮, ৫:২৯ এএম says : 0
    অজস্র মানুষের আধ্যাত্মিক রাহনুমা, ইসলামী আন্দোলন কর্মীদের দিকপাল, সংগ্রামী চিন্তা-চেতনার মূর্ত প্রতীক, বাতিলের মোকাবেলায় বজ্রকন্ঠ, এ উপমহাদেশ তথা গোটা বিশ্বের মশহুর মনীষী তিনি। সর্বোপরি বিংশ শতাব্দির শ্রেষ্ঠ মুজাদ্দিদ। তিনি আমাদের রাহবার আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)।
    Total Reply(0) Reply
  • আরফান ১৫ জানুয়ারি, ২০১৮, ৫:৩০ এএম says : 0
    জীবনের শুরু থেকে শেষ অবধি তার চিন্তাই ছিল ইসলামী সংস্কার, দ্বীন ইসলামের প্রচার ও প্রসার, মানুষদেরকে সীরাতে মোস্তাকিমের পথ দেখানো আর ইসলামকে ভ্রান্তির বেড়াজাল থেকে নিরাপদ রাখার।
    Total Reply(0) Reply
  • কামরুজ্জামান ১৫ জানুয়ারি, ২০১৮, ৫:৩১ এএম says : 0
    আন্দোলন সংগ্রাম করে গেছেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) আজীবন, আমরণ। তার সাহসিকতা, নির্ভীকতা কারো কাছে মাথা নত করেনি বরং বীরদর্পে চলেছে জীবনের শেষদিন পর্যন্ত।
    Total Reply(0) Reply
  • আহমদ আলী ১৫ জানুয়ারি, ২০১৮, ৫:৩২ এএম says : 0
    ভারতীয় উপমহাদেশে যে ক’জন ক্ষনজন্মা মনীষীর আবির্ভাব ঘটেছিল তাদের মধ্যে শামসুল উলামা হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহ:) ছিলেন অন্যতম।
    Total Reply(0) Reply
  • বিপ্লব ১৫ জানুয়ারি, ২০১৮, ৫:৩৩ এএম says : 0
    দেশের বর্তমান প্রেক্ষাপটে তাঁর মতন মহান মানুষ বেঁচে থাকলে জাতি একটি দিক নির্দেশনা পেতো।
    Total Reply(0) Reply
  • রেজাউল করিম ১৫ জানুয়ারি, ২০১৮, ৫:৩৪ এএম says : 0
    মুসলিম উম্মাহর মধ্যে বিশুদ্ধ কোরআন শিক্ষা বিস্তারে এই বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশে তিনি ছিলেন প্রথিকৃৎ। তিনি ছিলেন দেশ-জাতী ও মুসলিম মিল্লাতের স্বার্থে নিজেকে উৎসর্গ করতে কখনো কুন্ঠাবোধ করেননি। যখনই ইসলামের উপর আঘাত এসেছে তখনই তিনি বাতিলের বিরুদ্ধে গর্জে উঠে ময়দানে ঝাপিয়ে পড়েছেন। দেশ ও জাতীকে দিয়েছেন সঠিক দিশা।
    Total Reply(0) Reply
  • abul kalam azad ১৫ জানুয়ারি, ২০১৮, ১:১৪ পিএম says : 0
    তিনি ছিলেন মুকুটবিহীন সম্রাট ইনসানে কামিল।
    Total Reply(0) Reply
  • ফিরোজ খান ১৫ জানুয়ারি, ২০১৮, ২:৫৫ পিএম says : 0
    এই পৃথিবীতে ভালো ও মহান মানুষেরাই মহান মানুষদের কদর ও সম্মান করতে জানে। এই লেখাটি তারই প্রমাণ
    Total Reply(0) Reply
  • রশিদ ১৫ জানুয়ারি, ২০১৮, ৪:৫৪ পিএম says : 0
    আশা করি তাঁর পরবর্তী প্রজন্ম তার এই খেদমত অব্যহত রাখবেন।
    Total Reply(0) Reply
  • ক্বারী নাসিমুল ১৫ জানুয়ারি, ২০১৮, ৫:০১ পিএম says : 0
    আধ্যাত্মিক রাজধানী নামে খ্যাত বিভাগীয় শহর সিলেটের পুণ্যভূমিতে যে ক’জন খ্যাতিমান মনীষীর আবির্ভাব হয়েছে, তাদের মধ্যে আল্লামা আবদুল লতিফ চৌধুরী ফুলতলী রহ: অন্যতম। ইসলামের প্রতি তার অগাধ বিশ্বাস ও জীবনভর ইসলামের খেদমতের স্বীকৃতিস্বরূপ জনগণ তার জীবদ্দশায় শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন হিসেবে তাকে কুদওয়াতুস সালেকিন, জুবদাতুস আরেফিন, রঈসউল কোরবা ওয়াল মুফাসসিরিন, উসতাজউল মুহাদ্দিসিন, আয়নায়ে জামালে আহমদী প্রভৃতি লকব ও খেতাবে বিভূষিত করেন।
    Total Reply(0) Reply
  • মামুন ১৫ জানুয়ারি, ২০১৮, ৫:০২ পিএম says : 0
    মানুষ যার কাছ থেকে দুনিয়া ও আখিরাতের কল্যাণের সহিহ দিকদর্শন লাভ করে তাকেও অধিক শ্রদ্ধা-মহব্বত করে। আল্লামা ফুলতলী রহ:কে মানুষ ভালোবাসত দ্বীনের কারণেই। এ ভালোবাসা ছিল সব ধরনের লাভ-লোভের ঊর্ধ্বে।
    Total Reply(0) Reply
  • বুলবুল আহমেদ ১৫ জানুয়ারি, ২০১৮, ৫:০৪ পিএম says : 0
    মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করি তিনি যেন তার মায়ার ওলিকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। -আমিন
    Total Reply(0) Reply
  • মিজান লাকসামী ১৫ জানুয়ারি, ২০১৮, ৫:০৪ পিএম says : 1
    জাতির এ ক্রান্তিলগ্নে দেশ মাতৃকার জন্য তার মতো ব্যক্তিত্বের আজ বড়ই প্রয়োজন।
    Total Reply(0) Reply
  • নিজাম উদ্দিন ১৫ জানুয়ারি, ২০১৮, ৫:০৬ পিএম says : 0
    শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) তার বিশুদ্ধ কোরআনের সূরের মূর্ছনায় গোটা সমাজ ব্যবস্থাকে আলোড়িত করতে পেরেছিলেন। তার এই অনন্য খেদমতের ধারা অব্যাহত রাখতে পারলেই গোটা সমাজ ব্যবস্থা আল-কোরআনের আলোয় আলেকিত হয়ে উঠবে।
    Total Reply(0) Reply
  • সাব্বির ১৫ জানুয়ারি, ২০১৮, ৫:০৯ পিএম says : 0
    তিনি ‘ফুলতলীর পীর ছাহেব’, ‘ছাহেব কিবলাহ ফুলতলী’ কিংবা শুধুই ‘ছাহেব কিবলাহ’ নামে সাধারণ্যে খ্যাত ও পরিচিত। তিনি প্রচলিত অর্থে পীর নন, তার চেয়েও অধিক। এক ব্যতিক্রমী আধ্যাত্মিক ব্যক্তিত্ব, মানবমুক্তির অনন্য সাধারণ দিশারী, মানবসেবা ও মানব কল্যাণে বিরল নজির সৃষ্টিকারী এক মহাপুরুষ।
    Total Reply(0) Reply
  • Ahmed ১৫ জানুয়ারি, ২০১৮, ৫:১১ পিএম says : 0
    এতো সুন্দর একটি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
    Total Reply(0) Reply
  • ইমতিয়াজ ১৫ জানুয়ারি, ২০১৮, ৫:১১ পিএম says : 0
    বাংলাদেশে নয় পুরো পৃথিবীতে এমন মহাপুরুষের সংখ্যা খুবই কম।
    Total Reply(0) Reply
  • rezaul quddus ১৫ জানুয়ারি, ২০১৮, ৯:৪৭ পিএম says : 0
    আল্লামা আব্দুল লতিফ ফুলতলী ছাহেব কিবলা রঃ জিবন ছিল এক জন ওয়ালি আল্লাহর যতগুলা গুন থাকা প্রয়োজন সব ছিল বা নবি (সঃ) এর সকল সুন্নতে ভরপুর ছিল উনার জীবন। দোয়াকরি মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদায়ৌছ নচিব করেন।আমার উস্তাদ ওপীরমোর্শিদ কে।
    Total Reply(0) Reply
  • Golam Parwar Sayedi ২ মে, ২০১৯, ৮:১৯ পিএম says : 0
    ভালো
    Total Reply(0) Reply
  • Ibrahim Khan ৪ সেপ্টেম্বর, ২০১৯, ১১:২৭ পিএম says : 0
    প্রিয় ...হজরত মুর্শিদ ক্বিবলাহ রাহমাতুল্লাহির দরযা বুলন্দ করুন, আর রেখে যাওয়া নিয়ামতি আওলাদ মোবারক ও খেদমত সমূহের সালামতি নছিব করুন,আমাদেরকে নুহানী ফয়েজ নছিব করুন, আমিন ইয়া আরহামার রাহিমীন বিহুরমাতি হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ।
    Total Reply(0) Reply
  • Delwar hussain Saif ১২ জানুয়ারি, ২০২০, ৫:৩৯ পিএম says : 0
    He is a light of islam and Bangladesh
    Total Reply(0) Reply
  • Md Hasan Ali ১০ মার্চ, ২০২০, ৯:৩৫ এএম says : 0
    ফুলতলী সাহেব কেবলা কে কোন কাব্যগ্রন্থের কারণে বাংলা রুমি উপাধি দেয়া হয়?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এ এম এম বাহাউদ্দীন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ