গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজশাহী ব্যুরো : রাজশাহী মহানগরীর সোনাদিঘী মোড়ে ভাই ভাই আবাসিক হোটেলে নিয়ে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল সকালে ধর্ষণের শিকার ওই কিশোরীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য অটোরিকশা চালক রনিকে আটক করেছে পুলিশ। সে গোদাগাড়ীর রাজাবাড়ি এলাকার মৃত দলিল মন্ডলের ছেলে। ধর্ষিত ওই কিশোরীর আনুমানিক বয়স ১৪ বছর। তার বাড়ি নাচোলের আমনুরা এলাকায়। ধর্ষিতা কিশোরী রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জকে জানায়, গোদাগাড়ীর রাজাবাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে রাজমিস্ত্রি খোকনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। বুধবার বিকেলে বিয়ের প্রলোভন দিয়ে প্রেমিক খোকন তাকে রাজশাহীতে ডেকে নিয়ে আসে। রাজশাহীতে আনার পরে খোকন তাকে নিয়ে ভাই ভাই আবাসিক হোটেলে উঠে। এর পর কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে। এর সঙ্গে হোটেলের কর্মচারীরাও জড়িত রয়েছে বলে জানায়। রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ বলেন, হোটেলের কর্মচারীদের সহযোগিতায় মেয়েটিকে রাতভর গণধর্ষণ করা হলে সে অসুস্থ হয়ে পড়ে। পরে সকালে খোকন তার বন্ধু রনিকে ডেকে নিয়ে তার অটোরিকশাতে করে হাসপাতালে পাঠিয়ে দেয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।