Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুশফিকুরের দুঃখ প্রকাশ

প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, কোলকাতা (ভারত) থেকে: বেঙ্গালুরুর গান্ধিনগরে একটি মুসলিম রেস্টুরেন্টের ওয়েটার আশরাফ মুশফিকুরের দারুণ ক্রিকেট ভক্ত। সাকিব, মুস্তাফিজুর, মাশরাফির অটোগ্রাফ নয়, তার চাই মুশফিকুরের অটোগ্রাফ! কারণ একটাই, ক্রিকেটিং শটে অন্যদের চেয়ে মুশফিকুর তার দৃষ্টিতে আলাদা! রান পাচ্ছেন না মুশফিকুর, তারপরও এই ভক্ত ছুটে গেছেন চিন্নাস্বামী স্টেডিয়ামে। ভারতের জয়ে আনন্দ করলেও মুশফিকুরের অবিবেচকের মতো শটটি কোনোমতেই মেনে নিতে পারছেন না আশরাফ।
মুশফিকুর নিজেও ম্যাচ ফিনিশ করে আসতে না পারায় অপরাধবোধে তাড়িত। গত পরশু রাতে ড্রেসিংরুমে নির্বাক মুশফিকুর নিজেকে দলের খলনায়ক বলেই ভেবেছেন। অপরিণামদর্শী শটে আউট হয়ে গতকাল নিজের ফেসবুক ফ্যান পেইজে মুশফিক দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেনÑ‘এ রকম সময়ে আমার এভাবে আউট হওয়া ঠিক হয়নি। হয়তো আমার জন্যই দল হেরে গেছে। সেজন্য দেশবাসীর কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করি, এটা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আপনাদের মুখে আবারও হাসি এনে দিতে পারব। আমি জানি গতকালের হারটি আপনাদের জন্য অনেক বেদনাদায়ক ছিল। কিন্তু দলের সকলেই প্রতিটি ম্যাচে নিজেকে উজাড় করে দিয়ে খেলে। তাই আমার ও দলের সবার জন্যই পরাজয়টা কষ্টকর ছিল।’
মুশফিকুরের দেখাদেখি মাহামুদুল্লাহ একই ধরনের শটে আউট হওয়ায় অপরাধবোধটা একটু বেশিই তাড়িত করছে বাংলাদেশের বিশ্বকাপ হিরোর। গত পরশু নাকি রাতে ড্রেসিংরুমে ডুকরে ডুকরে কেঁদেছেন। মধ্যরাতেও নাকি ছিলেন জেগে, কান্নায় নাকি তার চোখ মুখ ফুলে গিয়েছিল। ওই দুঃস্বপ্নের রাতটা প্রায় নির্ঘুমই কেটেছে ক্রিকেটারদের। চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে রাত ১টার দিকে হোটেলে ফিরে রুমে যেতেই নাকি মন চায়নি ক্রিকেটারদের। টিম হোটেলের লবিতে অনেকক্ষণ চুপচাপ বসেছিলেন তারা। কারো সঙ্গে কথা বলেননি, ক্রিকেট দলের সঙ্গে সংশ্লিষ্ট একজন এ তথ্যই দিয়েছেন। জয়ের কাছাকাছি এসে টি-২০’র নাম্বার ওয়ান র‌্যাংকিংধারীদের কাছে হারটা যে কতটা কষ্টের , তা প্রকাশ পেয়েছে সাব্বির রহমান রুম্মানের কথায়ওÑ‘এর আগেও আমরা ম্যাচে হেরেছি, তবে ওইসব ম্যাচের চেয়ে অনেক বেশি কষ্ট পেয়েছি এই ম্যাচে হেরে। ড্রেসিংরুমে এতটা হতাশার চিত্র আগে কখনো দেখিনি।’
তাসকিন ইস্যুতে অধিনায়ক মাশরাফি ভেঙে পড়ায় তা সংক্রমিত করেছে দলকে। সেখান থেকে বেরিয়ে আসতে ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সাকিব বাঙালিত্ব হারিয়ে অষ্ট্রেলিয়ান হয়ে গেছেন। কঠোর হৃদয়ের অধিকারী তিনি, তা প্রকাশের সঙ্গে সঙ্গে পেশাদার ক্রিকেটারদের চরিত্র এমনই হওয়া উচিৎ বলে দিয়েছেন বার্তা। সাকিবের এই আচরণের বিরোধীতা করেনি বেঙ্গালুরুরে খেলা দেখতে আসা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপিও। অষ্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে মাশরাফির ক্যাপ্টেনসিতে সাকিবের হস্তক্ষেপ দলে বিভাজনের কোনো ইংগিত নয় তো। এই শংকা কাটাতে ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ৫ সিনিয়র ক্রিকেটার মাশরাফি, মুশফিকুর, তামীম, সাকিব, রিয়াদকে নিয়ে বসেছিলেন বোর্ড সভাপতি। বিশ্বস্ত সূত্র থেকে জানা যায়, ভারতের বিপক্ষে জিততে পারলে এই ৫ ক্রিকেটারের সবাই পাবেন একটি করে ফ্লাট উপহার, এমন ঘোষণা পর্যন্ত দিয়েছিলেন তিনি। অথচ, সেই ঘোষণাতেও ৫ ক্রিকেটার হতে পারেননি চাঙ্গা। বিচ্ছিন্ন পারফরমেন্স করেছেন ঠিকই, কিন্তু জেতাতে পারেননি ম্যাচ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুশফিকুরের দুঃখ প্রকাশ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ