নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। গতকাল বাফুফের কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় তিন সদস্যের একটি নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে। যেখানে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পেয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন আহমেদ। দুই নির্বাচন কমিশনার হলেন, মাহফুজুর রহমান সিদ্দিকী ও আতিকুর রহমান খান। সভার সিদ্ধান্ত অনুযায়ী ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে সরাসরি খেলার অনুমতি দেয়া হয়। গত মৌসুমে খেলা চলাকালীন সময়ে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মাঠ থেকে চলে যায় ফরাশগঞ্জ। যার প্রেক্ষিতে বাফুফে ফরাশগঞ্জকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছিল। চলতি মৌসুমেও ফরাশগঞ্জ নিষিদ্ধ থাকবে। অন্যদিকে কক্সবাজারের কক্সসিটি ক্লাবকে চলতি মৌসুমের চ্যাম্পিয়ণশিপ লিগে খেলার সুযোগ দিচ্ছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা। কক্সসিটি প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেয়েও অংশ না নেয়ায় তাদেরকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। সভায় সেই নিষেধাজ্ঞা উঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।