নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ছাড়াই মাঠে গড়াচ্ছে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট। আগামী ৩০ মার্চ শুরু হবে এই আসর। টুর্নামেন্টে শেখ জামাল ছাড়াও খেলছে না প্রিমিয়ার লিগের নবাগত দল আরামবাগ ক্রীড়া সংঘ। এ দু’টি ছাড়া প্রিমিয়ার লিগের ১০ টি ক্লাব অংশ নেবে স্বাধীনতা কাপে। দলগুলো দুই গ্রæপে ভাগ হয়ে খেলবে। ‘এ’ গ্রæপে খেলবে মোহামেডান, ব্রাদার্স, মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম আবাহনী ও উত্তর বারিধারা ক্লাব। ‘বি’ গ্রæপের দলগুলো হলো- শেখ রাসেল ক্রীড়া চক্র, ঢাকা আবাহনী, টিম বিজেএমসি, ফেনী সকার ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে কেএফসি। যে কারণে এর নামকরন হয়েছে কেএফসি স্বাধীনতা কাপ।
স্বাধীনতা কাপের সবগুলো খেলাই হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। প্রতিদিন দু’টি করে ম্যাচ মাঠে গড়াবে। গ্রæপ পর্ব শেষে ১০ ও ১১ এপ্রিল টুর্নামেন্টের দু’টি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফিকশ্চার অনুযায়ী ১৪ এপ্রিল ফাইনাল হওয়ার কথা থাকলেও পহেলা বৈশাখের কারণে তা ১৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে মুখোমুখি হবে মোহামেডান ও চট্টগ্রাম আবাহনী এবং ব্রাদার্স ও উত্তর বারিধারা ক্লাব। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে পাঁচ লাখ, রানার্সআপ তিন লাখ টাকা। অংশগ্রহনকারী প্রত্যেক দলকে এক লাখ টাকা করে দেয়া হবে। গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। এসময় সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এমপি ও সাধারন সম্পাদক আবু নাঈম সোহাগ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।