Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মদ্যপ ছেলে ফাঁস করে দিয়েছে পিতা নেতানিয়াহুর কেলেঙ্কারি

| প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অবশেষে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুকর্মের কথা ফাঁস করে দিয়েছে স্বীয় পুত্র ইয়ার নেতানিয়াহু। মদ্যপ অবস্থায় বাবার কুকীর্তির এসব কথা ফাঁস করা হয়েছে। খবরে বলা হয়, এক স্ট্রিপ ক্লাব থেকে মদ্যপ অবস্থায় বের হয়ে ইয়ার এক বন্ধুকে বলেন, সুবিধার বিনিময়ে এক ব্যবসায়ীর জন্য বিতর্কিত একটি গ্যাস বিল পাস করিয়েছিলেন নেতানিয়াহু। দুই বন্ধুর ২০১৫ সালের আলাপচারিতার অডিও রেকর্ডটি ফাঁস করে দিয়েছে ইসরাইলি রেডিও চ্যানেল ২ নিউজ। অডিও টেপটিতে শোনা যায়, স্ট্রিপ ক্লাব থেকে মদ্যপ অবস্থায় বের হয়ে নেতানিয়াহুর ছেলে তার বন্ধুকে বলেন, তোমার বাবার সুবিধা হয় এমন এক বিতর্কিত বিল আমার বাবা সংসদে পাস করে দিয়েছেন। নেতানিয়াহুর ছেলের বন্ধুর বাবা কোবি মায়মুন গ্যাস টাইকুন নামে পরিচিত। অডিওতে ইয়ার নেতানিয়াহুকে বলতে শোনা যায়, আমার বাবা তোমার বাবার জন্য ২০ বিলিয়ন ডলারের বিল পাস করিয়েছেন। আর তুমি আমার জন্য ৪০০ সেকেলের জন্য লড়াই করছ? ইসরাইলি দৈনিক হারেৎজ জানায়, ওই সময় নেতানিয়াহুর সন্তান ও তার বন্ধুর সঙ্গে সরকারি খরচের গাড়ি এবং নিরাপত্তা সদস্য ছিল। গ্যাস ব্যবসায়ীকে অবৈধ সুযোগ দেয়ার অডিও টেপটি এমন সময় ফাঁস হল যখন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান করছে ইসরাইলি পুলিশ ও অন্যান্য বাহিনী। এর আগে ইসরাইলি প্রধানমন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে তদন্তে ধীর গতির প্রতিবাদে ইসরাইলের রাস্তায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করে। নেতানিয়াহুর বিরুদ্ধে অবৈধভাবে এক ধনী ব্যবসায়ীর কাছ থেকে উপহার নেয়া এবং এক সংবাদপত্রের মালিকের পক্ষ নিয়ে তার প্রতিদ্ব›দ্বী দৈনিককে ডুবিয়ে দেয়ার বিনিময়ে বেশি কভারেজ পাওয়ার চুক্তিতে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। ইসরাইলের সর্বাধিক বিক্রতী দৈনিক ইডিয়ট আহারোনোৎ-এর প্রকাশকের সঙ্গে তিনি এই চুক্তি করেন। এ ব্যাপারে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেছে। দ্য গার্ডিয়ান।



 

Show all comments
  • alim ১০ জানুয়ারি, ২০১৮, ৩:৫৮ এএম says : 0
    “ আল্লার মাইর দুনিয়ার বাইর ৷নিজ ঘরের সাক্ষী , সত্য গোপন থাকে না ৷”
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ