পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সিলেটের ওসমানীনগরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে সিলেট-ঢাকা মহাসড়কে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে।
জানা যায়, সোমবার দুপুরে তাজপুর ডিগ্রী কলেজে উপজেলা যুবলীগের সভাপতি আনা গ্রুপের মঞ্জুর ও চঞ্চল গ্রুপের হাম্মানের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংর্ঘষ হলে মঞ্জুর আহত হয়। এর জেরে দুই গ্রুপের নেতাকর্মীরা তাজপুরবাজারে শক্তি সঞ্চয় করে লাঠিসোটা নিয়ে দুপুর আড়াইটার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষ ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় একটি ঔষধের দোকান ভাংচুর করা হয়। সংঘর্ষ চলাকালে মহাসড়কে সব ধরণের যানচলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। সংঘর্ষে ইটপাটকেলের আঘাতে আওয়ামীলীগ নেতা চয়ন পাল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক চঞ্চল পাল, জুয়েল, রাহিম, অজয়, রানু দেব, মঞ্জুর, রাসেল, সুজিত, শিপন, টিটু, সুজন, টিপু, জুনেদ, রাহিম, আবির, মন্নান, ছুরতসহ উভয়পক্ষে অন্তত ২০ জন আহত হয়েছে বলে প্রত্যক্ষ দর্শী সূত্রে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ওসমানীনগর থানা যুবলীগের সভাপতি আনা মিয়া নিজেকে অসুস্থ উল্লেখ করে বলেন, সংঘর্ষের ঘটনাটি আমি শুনেছি তবে বিস্তারিত জানিনা।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক চঞ্চল পাল বলেন, পরিকল্পিত ভাবে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। হামলাকারীরা আওয়ামী লীগ পরিবারের লোক নয়, এরা ছদ্মবেশী জামায়াত-শিবির।
ওসমানীনগর থানার ওসি (তদন্ত) আনোয়ারুল হক সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ল²ীপুর সরকারী কলেজে ছাত্রলীগের
দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৫
ল²ীপুর সংবাদদাতা : ল²ীপুর সরকারি কলেজে ছাত্রলীগের দু’গ্রæপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগ কর্মী তারেক হোসেন, ইমন হোসেন, জুবায়ের হোসেনসহ ৫ ছাত্রলীগ নেতাকর্মী আহত হন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল ১১টার দিকে কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক মহসিন কবির সাগরের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দু-পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীরা জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে সোমবার সকাল ১১টার দিকে কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক মহসিন কবির সাগরের অনুসারীদের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে দু-পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ছাত্রলীগ কর্মী তারেক হোসেন, ইমন হোসেন, জুবায়ের হোসেনসহ ৫ ছাত্রলীগ নেতাকর্মী আহত হয়। আহতরা সবাই একাদশ শ্রেনীর ছাত্র। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক মহসিন কবির সাগর সাংবাদিকদের বলেন, ইভটিজিংকে কেন্দ্র করে কলেজ ছাত্র ও বহিরাগতদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল এসে কাউকে দেখতে পায়নি। তবে এ ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মী জড়িত নয় বলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
ল²ীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান সাংবাদিকদের বলেন, কলেজের মূল ফটকে মারামারির ঘটনা দেখতে পেয়ে আমিসহ অন্যান্য শিক্ষক ছুটে যাই। আমাদের দেখতে পেয়ে সবাই পালিয়ে যায়। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা আমার জানা নেই। এ ব্যাপারে একটি তদন্ত টিম গঠন করা হবে।
ল²ীপুর শহর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু নাছের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।