Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৮ দিবস পালন বাধ্যতামূলক চেয়ে করা রিট খারিজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৮, ৩:০২ পিএম

মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও শহীদ বুদ্ধিজীবী কেন্দ্রিক আটটি বিশেষ দিবস রাজনৈতিক দলসহ সব নাগরিকের বাধ্যতামূলক পালনের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার এ আদেশ দেন।
আদালত বলেছেন, ‘এটি আমাদের ডোমেইন (অধিক্ষেত্রের বিষয়) নয়। আবেদনটি খারিজ করা হলো।’
৪ জানুয়ারি আটটি বিশেষ দিবস রাজনৈতিক দলসহ সবার বাধ্যতামূলক পালনে নির্দেশনা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোজাম্মেল হক ও আইনজীবী মো. শহীদুল ইসলাম। সেদিন সংক্ষিপ্ত শুনানি নিয়ে আদালত ৮ জানুয়ারি পরবর্তী শুনানির দিন রেখেছিলেন।
আদালতে রিটের পক্ষে শুনানিতে অংশ নেন আবেদনকারী মোজাম্মেল হক। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৮ দিবস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ