Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

লস্করবিরোধী ঘোষণা পাকিস্তানের

| প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

 ইনকিলাব ডেস্ক : সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে পাকিস্তানের ভূমিকা প্রশ্নে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের দুই দিনের মাথায় লস্কর ই তৈয়বার বিরুদ্ধে জোরালো কার্যক্রমের ঘোষণা দিয়েছে পাকিস্তান। গত শনিবার নিজেদের সন্ত্রাসবিরোধী কার্যক্রমের বিস্তারিত বিবরণ হাজিরের ধারাবাহিকতায় গতকাল রোববার লস্কর নেতা হাফিজ সাঈদের প্রতিষ্ঠানের তহবিল দাতাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। গতকাল রবিবার পাকিস্তান সরকার দেশজুড়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জামাত-উদ-দাওয়া (জেইউডি), ফালাহ-ই-ইনসানিয়াত ফাউন্ডেশন (এফআইএফ), হাফিজ সাঈদের লস্কর-ই-তৈয়বা এবং মাসুদ আজহারের জয়েশ-ই-মোহাম্মদসহ ৭২টি সংগঠনকে সরকারি সহায়তা পাওয়ার অযোগ্য ঘোষণা করা হয়। পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়, দেশটির আইন এবং জাতিসংঘের আইন অনুযায়ী এসব সংগঠনকে তহবিল যোগান দেওয়া অপরাধ বলে বিবেচিত হয়, কারণ এগুলো জঙ্গি সংগঠন। স¤প্রতি এক টুইটার বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের বিরুদ্ধে মিথ্যাচার ও সন্ত্রাসবাদে মদদের অভিযোগ তোলার পর বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতর থেকে সেই সাহায্য বন্ধের ঘোষণা আসে। যুক্তরাষ্ট্রের সুনির্দিষ্ট অভিযোগ, তালেবান ও হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেয়নি ইসলামাবাদ। হাক্কানি নেটওয়ার্কের নিয়ন্ত্রণাধীন অঞ্চলকে নিরাপদ স্বর্গের মতো ব্যবহার করা সংগঠনগুলোর একটি লস্কর ই তৈয়বা। রবিবার সেই সংগঠনের প্রধান হাফিজ সাঈদের মালিকানাধীন প্রতিষ্ঠানের তহবিল যোগানদাতাদের বিরুদ্ধে ইসলামাবাদের খবর জানা যায়। তাদের বিরুদ্ধে চড়া জরিমানার পাশাপাশি সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদÐের ঘোষণা দেয় পাকিস্তান সরকার। ভারতীয় সংবাদমাধ্যম প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাসীদের কাছে পাকিস্তান ‘নিরাপদ স্বর্গ’ হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সা¤প্রতিক মন্তব্যের পর এমন পদক্ষেপ ঘোষণা করা হলো। রয়টার্স, এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ