Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা মহানগরে থানায় থানায় বিএনপির বিক্ষোভ

গণতন্ত্র হত্যা দিবসে সমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে রাজধানীতে সমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। গতকাল (শনিবার) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ থানায় থানায় এই বিক্ষোভ কর্মসূচি পালন করে। ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ হান্নানের নেতৃত্বে শাহবাগ থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পল্টন মোড়ে গেলে পুলিশি বাধার মুখে পড়ে এবং এক প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়। মিছিলে অন্যন্যের মধ্যে অংশ গ্রহণ করেন বিএনপির নেতা রফিকুল ইসলাম স্বপন, আবু সুফিয়ান, শামসুদ্দিন ভুঁইয়া, তৌহিদুল ইসলাম বাবুল, রাইসুল ইসলাম চন্দন, নুরুল হাদি হক, আলাউদ্দিন প্রমুখ। মহানগর বিএনপির সহ-সধারণ সম্পাদক সাইদুর রহমানের নেতৃত্বে শাহবাগ থানা বিএনপির অপর একটি মিছিল ঢাকা মেডিক্যালের ২য় গেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চানখাঁর পুল মোড়ে পুলিশ ও ছাত্রলীগের হামলায় শেষ হয়। এসময় ৮-১০জন নেতাকর্মী আহত হয়। মহানগর বিএনপি’র সহ-সভাপতি হাজী মীর হোসেন মিরুর নেতৃত্বে কদমতলী থানার একটি বিক্ষোভ মিছিল জুরাইন রেল গেট থেকে শুরু হয়ে ধোলাইপাড় গীত সংগী মিনেমা হলের সামনে গিয়ে শেষ হয়। যাত্রাবাড়ী থানার মিছিল যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে শুরু হয়ে শহীদ ফারুক প্রদক্ষিণ করে সায়দাবাদ ব্রীজের নীচে গিয়ে শেষ হয়। ধানমন্ডি থানার মিছিল ধানমন্ডি ১৯ নং রোড থেকে শুরু হয়ে ধানমন্ডি মীনা বাজারে গিয়ে শেষ হয়। নিউমার্কেট থানার মিছিল বিডিআর ৩ নং গেট থেকে শুরু হয়ে নিউমার্কেট ১ নং গেটে গিয়ে শেষ হয়। নিউমার্কেট থাকার অপর একটি মিছিল সান্সেয় ল্যাবরেটরি মোড় থেকে শুরু হয়ে বাটাসিগনা মোড়ে গিয়ে শেষ হয়। মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আ.ন.ম সাইফুল ইসলামের নেতৃত্বে শ্যামপুর থানার একটি বিক্ষোভ মিছিল ধোলাইপাড় প্রধান সড়ক থেকে পোস্তগোলা প্রধান সড়ক প্রদক্ষিণ করে জুরাইন বাজারে গিয়ে শেষ হয়। অপর একটি মিছিল গেন্ডারিয়া রেলষ্টেশন থেকে শুরু হয়ে জুরাই বাজারে গিয়ে শেষ হয়। খিলগাঁওথানার মিছিল পুলিশ ফাঁড়ির সামনে থেকে শুরু হয়ে খিলগাঁও কমুনিটি সেন্টার গিয়ে শেষ হয়। কলাবাগান থানার মিছিল মহানগর সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজের নেতৃত্বে সোনারগাঁ রোড হামদাদ ল্যাবরেটরী থেকে শুরু হয়ে প্লানাস টাওয়ার গিয়ে শেষ হয়। কলাবাগান থানার অপর একটি মিছিল স্কায়ার হাসপাতালের সামনে থেকে শুরু পান্থ পথের দিকে এগুতেই পুলিশি হামলা শুরু হয়। মহানগর বিএনপির সহ-সভাপতি মোশারফ হোসেন খোকনের নেতৃত্বে একটি মিছিল লালবাগ থানার কেল্লার মোড় থেকে শুরু হয়ে লালবাগ পোস্তার মোড়ে গিয়ে শেষ হয়। কামরাঙ্গীচর থানার বিক্ষোভ মিছিল পূর্ব রসুলপুর প্রধান সড়ক থেকে শুরু হয়ে বেড়ীবাধ গিয়ে শেষ হয়। কামরাঙ্গীচর থানা বিএনপির মিছিল ঢাকা মহানগর বিএনপির সহ-সভাপতি হাজী দোলোয়ার হোসেন ও সহ-সাধারণ সম্পাদক মোঃ নাইম এর নেতৃত্বে রসুলপুর থেকে শুরু হয়ে ভলভো ফ্যকটরীর সামনে গিয়ে শেষ হয়। গেন্ডারিয়া থানার মিছিল মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কমিশনার হাজী মকবুল ইসলাম খান টিপুর নেতৃত্বে স্বামীবাগ থেকে শুরু হয়ে রাজধানী মার্কেট ঘুরে জাহাঙ্গীরনগর হাসপাতাল গিয়ে শেষ হয়। বংশাল থানার মিছিল মোঃ মামুনের নেতৃত্বে ফুলবাড়ীয়া বাসস্টান্ড থেকে শুরু হয়ে নর্থসাউথ রোডে আল-রাজ্জাক হোটেলের সামনে গিয়ে শেষ হয়। সূত্রাপুর থানার মিছিল মহানগরে যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারের নেতৃত্বে ধোলাই খাল টায়ার পট্টি থেকে শুরু করে হানিফ ষ্টিল মিলের সামনে সামনে গিয়ে শেষ হয়। সূত্রাপুরের অপর একটি বিক্ষোভ মিছিল নন্দলাল দত্ত থেকে শুরু করে বানিয়া নগর হয়ে একরামপুর মোড়ে গিয়ে শেষ হয়। ওয়ারী থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল রথখোলা মোড় থেকে শুরু হয়ে মাহজমপুর লেনে গিয়ে শেষ হয়। ডেমরা থানার মিছিল বামৈল বাসস্টান্ড থেকে স্টাফ কোয়াটার গিয়ে শেষ হয়। কোতয়ালী থানার মিছিল ইসলামপুর রোড থেকে শরু হয়ে বাবু বাজার ব্রিজে গিয়ে শেষ হয়। চকবাজার থানার একটি বিক্ষোভ মিছিল মোঃ শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে চকবাজার থানার ইসলামবাগ বাজার থেকে শুরু হয়ে পোস্তা রোডে গিয়ে শেষ হয়। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি আবু মোতালিব এর নেতৃত্বে চকবাজার থানার অপর একটি বিক্ষোভ মিছিল বালু রোড মোড়ে থেকে শুরু হয়ে রহমতগঞ্জ গিয়ে শেষ হয়। ঢাকা মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ হারুন অর রশিদ হারুনের নেতৃত্বে মতিঝিল থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল এজিবি কোলনী হিন্দু পট্টি থেকে শুরু হয়ে কোলনী বাজার মোড়ে গিয়ে শেষ হয়। হাজারীবাগ থানার মিছিল হাজারীবাগ টালী অফিস থেকে শুরু হয়ে মধুবাগ বাজারে গিয়ে শেষ হয়। পল্টন থানা বিএনপির মিছিল পল্টন কালভার্ট রোডে অনুষ্ঠিত হয়। এ ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মুগদা, ধানমন্ডি, রমনা, সবুজবাগ এবং শাহজাহানপুর থানায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল সফল করায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল এবং সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার সর্বস্তরের নেতাকর্মীদের ধন্যবাদ জানান। এক বিবৃতিতে নেতৃদ্বয় মহানগর বিএনপি’র সহ-সভাপতি ইউনুস মৃধা, মোহাম্মদ মোহন, বিএনপি নেতা গোলাম মোস্তফা সেলিমসহ গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের মুক্তি দাবী করেন।
এদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপিও থানায় থানায় বিক্ষোভ করেছে। বাড্ডা থানা বিএনপির বিক্ষোভ মিছিল বাড্ডা লিংক রোড থেকে শুরু হয়ে বাড্ডা সুবাস্তু টাওয়ারের সামনে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক এজিএম শামসুল হক। তেজগাঁও থানা বিএনপি মিছিলটি বিজয় স্মরণী সড়কে অনুষ্ঠিত হয়। শেরে বাংলানগর থানার মিছিলটি স্কয়ার হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে সমরিতা হাসপাতালের সামনে গিয়ে পুলিশি বাঁধায় পন্ড হয়ে যায়। মোহাম্মদপুর থানার মিছিল আনন্দ বিদ্যালয় হতে শুরু হয়ে শিশু মেলায় এসে শেষ হয়। রামপুরা থানার মিছিল ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুর রহমান মিহিরের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। রূপনগর থানার মিছিল রূপনগর আবাসিক এলাকা থেকে শুরু হয়ে দুয়ারী পাড়া গিয়ে শেষ হয়। উত্তরখান থানার মিছিল বেপারী রোড থেকে শুরু হয়ে চৌরাস্তা গিয়ে শেষ হয়। পুলিশী বাধায় মিছিলটি পন্ড হয়ে যায়। বিমানবন্দর থানার মিছিল বিমানবন্দর বাজার থেকে শুরু করে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। উত্তরা পূর্ব থানার মিছিল এম এ মনির হাছান এর নেতৃত্বে ডি.পি.এস স্কুলের সামনে থেকে শুরু হয়ে রাজউক স্কুলের সামনে এসে শেষ হয়। আরেকটি বিক্ষোভ মিছিল উত্তরা ৪নং সেক্টর থেকে শুরু হয়ে কিছুদূর অগ্রসর হলে মিছিলটি পুলিশী বাঁধায় পন্ড হয়ে যায়। উত্তরা পশ্চিম থানার মিছিল মোঃ আফাজ উদ্দিনের নেতৃত্বে আবদুল্লাহপুর থেকে শুরু হয়ে ১০ নম্বর সেক্টরে অনুষ্ঠিত হয়। উত্তরা পশ্চিম থানার মিছিল হাজী মোঃ জাহাঙ্গীর আলম জাকিরের নেতৃত্বে উত্তরা ১০নং সেক্টর থেকে শুরু হয়ে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। মিরপুর থানার মিছিল এস.এ ছিদ্দিক সাজু ও দেলোয়ার হোসেন দুলুর নেতৃত্বে প্রশিকা ভবনের সামনে থেকে শুরু করতে গেলে পুলিশী বাঁধায় তা পন্ড হয়ে যায়। দারুস সালাম থানা বিএনপির একটি মিছিল ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সভাপতি মোঃ মাসুদ খানের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। মিছিলটি দিয়াবাড়ি বাসষ্ট্যান্ড থেকে মাজার রোডে এসে শেষ হয়। ভাষানটেক থানার মিছিল কচুক্ষেত বাজার এর সামনে থেকে শুরু করতে গেলে পুলিশী বাঁধায় মিছিলটি পন্ড হয়ে যায়। দক্ষিণখান থানার মিছিল হাজী ক্যাম্প থেকে শুরু হয়ে বিমান বন্দর ষ্টেশনের নিকট আসলে পুলিশি বাঁধায় শেষ হয়ে যায়। তুরাগ থানার মিছিল ৫নং সেক্টর থেকে শুরু হয়ে ২নং সেক্টরে পৌঁছালে পুলিশী বাঁধায় মিছিলটি পন্ড হয়ে যায়। বিক্ষোভ মিছিল সফল করায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এম.এ কাইয়ুম এবং সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সর্বস্তরের নেতকর্মীদেরকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি

১৩ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ