Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পর্কের নতুন সূচনা : ওবামা

আর্জেন্টিনায় ডার্টি ওয়ারে নিহতদের স্মরণে স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন

প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার আর্জেন্টিনা সফরকে দেশটির সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের নতুন সূচনা হিসাবে অভিহিত করেছেন। তিনি বলেন, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে আজ একটা নতুন যুগের সূচনা হলো। আর্জেন্টিনায় ওবামা এবং তার সফরসঙ্গীদের ব্যাপকভাবে অভ্যর্থনা জানানো হলেও আর্জেন্টিনাবাসীদের পক্ষ থেকে একটি খুব গুরুত্বপূর্ণ দাবি উত্থাপিত হয়েছে তার সফরকে কেন্দ্র করে। ১৯৭৬ সালের ২৪ মার্চ মার্কিন সমর্থনে আর্জেন্টিনায় সেনা অভ্যুত্থান এবং পরের সাত বছরের সামরিক শাসনের দায়  প্রেসিডেন্ট ওবামা স্বীকার করুক এমন দাবিও লাতিন আমেরিকার এই দেশটিতে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কিউবায় তার ঐতিহাসিক সফর শেষ করে গত বুধবার আর্জেন্টিনা যান। ওই দিন ভোরে স্ত্রী মিশেল, দুই মেয়ে ও শাশুড়িকে নিয়ে বুয়েনস এইরেসে পৌঁছান ওবামা। বিমানবন্দরে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সুসানা মালকোরা অতিথিদের স্বাগত জানান।
ওবামার এই সফরকে ঘিরে আর্জেন্টিনায় জোর দাবি উঠে, দেশটিতে ১৯৭৬ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত চলা কঠোর সামরিক শাসনের পেছনে যুক্তরাষ্ট্রের সমর্থনের বিষয়টি ওবামা স্বীকার করুন। প্রেসিডেন্ট ওবামা অবশ্য ডার্টি ওয়ার নামে পরিচিত সেই সামরিক নিগ্রহের শিকার নিহত ব্যক্তিদের স্মরণে স্মৃতিসৌধে গতকাল বৃহস্পতিবার শ্রদ্ধা জ্ঞাপন করেন। গতকালই ছিল ওই সামরিক অভ্যুত্থানের ৪০তম বার্ষিকী। যুক্তরাষ্ট্র সরকারের প্রকাশিত গোপন দলিল অনুযায়ী, যুক্তরাষ্ট্র সরকারের তৎকালীন উচ্চপদস্থ কর্মকর্তারা ওই অভ্যুত্থানকে সমর্থন করেছিলেন।
ওদিকে, ব্রাসেলসে গত মঙ্গলবারের জঙ্গি হামলার পর কঠোর নিরাপত্তা নেওয়া হয় আর্জেন্টিনাজুড়ে। কিউবা সফরের পর ওবামার দক্ষিণ আমেরিকা সফর শুরুর অন্যতম লক্ষ্য এ মহাদেশের দেশগুলোতে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি উজ্জ্বল করা। অতীতে বিভিন্ন সামরিক অভ্যুত্থান ও হত্যাকা-ে মার্কিন সহযোগিতার কারণে অনেক দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি হয়। গত সপ্তাহে ওবামা প্রশাসন জানায়, তারা ডার্টি ওয়ারের সময়কার সামরিক ও গোয়েন্দা নথি প্রকাশ করবে। ওবামার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস বলেন, একটি জাতি হিসেবে আর্জেন্টিনা এগিয়ে যাচ্ছে। তাদের সহযোগিতা করতে আমরা তৎপর।
প্রসঙ্গত, গত শতকের আশির দশকে দক্ষিণ আমেরিকার দেশগুলোতে বামপন্থী এবং ভিন্নমতাবলম্বীদের শায়েস্তা করতে অপারেশন কনডোর নামে অভিযান পরিচালিত হয়। গোপন দলিল প্রকাশিত হলে ওই অভিযানে যুক্তরাষ্ট্রের যুক্ত থাকার বিষয়টি আরও স্পষ্ট হবে। ৮৪ বছর বয়সী আর্জেন্টিনার মানবাধিকারকর্মী আডোলফো পেরেজ এজকুইভাল বলেন, ওবামা যদি ওই সব কর্মকা-ের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার কথা স্বীকার করেন, তবে তা খুব ভালো হবে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সম্পর্কের নতুন সূচনা : ওবামা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ