Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

পাকিস্তানের চেয়ে ভারতের পরমাণু নিরাপত্তা দুর্বল

প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের তুলনায় ভারতের পরমাণু নিরাপত্তা ব্যবস্থা হয়ত দুর্বল তবে পরমাণু উপাদান চুরি যাওয়ার ঝুঁকি ভারতে মধ্যম পর্যায়ে থাকলেও পাকিস্তানে এ ঝুঁকির মাত্রা রয়েছে উচ্চ পর্যায়ে । বিশ্ব জুড়ে পরমাণু নিরাপত্তা সংক্রান্ত এক প্রতিবেদনে এ মন্তব্য করা হয়েছে। হাভার্ড বিশ্ববিদ্যালয়ের কেনেডি স্কুল এ প্রতিবেদন তৈরি করেছে। পরমাণু সন্ত্রাস প্রতিরোধ: অব্যাহত উন্নয়ন বা মারাত্মক অবনতি শীর্ষক এ প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পরমাণু নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকি মোকাবেলায় পর্যাপ্ত কিনা তা বিচার করা বেশ কঠিন। তবে এ জাতীয় হুমকি পাকিস্তানে যত মারাত্মক হয়ে দেখা দিতে পারে তার চেয়ে কম মারাত্মক হতে পারে ভারতে। পাকিস্তানের পরমাণু উপাদান চুরির আশংকা অনেক বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্বের সক্ষম সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে এ জন্য ঝুঁকি হিসেবে উল্লেখ করা হয়েছে এতে। একই সঙ্গে প্রতিবেদনে, দেশটিতে বিরাজমান ব্যাপক দুর্নীতি এবং উগ্রবাদীদের প্রতি সহানুভূতির বিষয়ও প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। এতে, পাকিস্তানে সরকার ভেঙ্গে পড়ার বা উগ্রবাদীদের ক্ষমতা দখলের আশংকাও উড়িয়ে দেয়া হয় নি। অবশ্য, গত দু’দশক ধরে পাকিস্তান উল্লেখযোগ্য ভাবে পরমাণু নিরাপত্তা জোরদার করেছে বলেও প্রতিবেদনে স্বীকার করা হয়। পাক পরমাণু বোমার মজুদ এবং স্থাপনা পাহারায় স্ট্রাটেজিক প্লানস ডিভিশন বা এসপিডি’র ২৫ হাজার সেনা মোতায়েন রয়েছে। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তানের চেয়ে ভারতের পরমাণু নিরাপত্তা দুর্বল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ