Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালয়েশিয় বিমানের ইঞ্জিন দক্ষিণ আফ্রিকায়

প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দক্ষিণ আফ্রিকার এক সমুদ্র সৈকতে একটি বিধ্বস্ত বিমানের ইঞ্জিনের ভাঙা অংশ খুঁজে পাওয়া গেছে। দক্ষিণ উপকূলের মসেল উপসাগরের কাছে খুঁজে পাওয়া ইঞ্জিনের অংশটি মালয়েশিয়ার নিখোঁজ বিমান এমএইচ৩৭০-এর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মালয়েশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, এই ইঞ্জিনের টুকরো পরীক্ষা করে দেখার জন্য বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে। এমএইচ৩৭০-এর ইঞ্জিনের ভাঙা অংশ হতে পারে এই টুকরোটি। দক্ষিণ আফ্রিকার সিভিল এভিয়েশন অথরিটি এক বিবৃতিতে জানিয়েছে, বিমানের ভাঙা অংশটি সংগ্রহ করার যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। যথাসময়ে তা মালয়েশিয়া কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। প্রসঙ্গত, ২০১৪ সালের মার্চ মাসে মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমান বন্দর থেকে বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হয় এমএইচ৩৭০। বিমানটিতে যাত্রী ও কর্মীসহ মোট ২৩৯ আরোহী ছিলেন। গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মালয়েশিয় বিমানের ইঞ্জিন দক্ষিণ আফ্রিকায়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ