Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন ৩৪ আইনজীবী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

সুপ্রিম কোর্টের ৩৪ জন আইনজীবীকে ডেপুটি অ্যার্টনি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। গতকার বৃহস্পতিবার আইন মন্ত্রনালয়ের সলিসিটির (দায়িত্বপ্রাপ্ত) রঞ্জন কুমার সাহা স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অ্যাটর্নি জেনারেলের দপ্তরে যোগ হয়েছেন আরও ৩৪ আইন কর্মকর্তা। ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে মামলা লড়বেন তারা। নতুৃন ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা হলেন- বশির আহমেদ, শেখ সাইফুজ্জামান (জামান), প্রতিকার চাকমা, ইয়াসমিন বিথী, তাইফুর কবির, সমরেন্দ্র নাথ বিশ্বাস, মো. আশেক মোমিন, মোহাম্মদ মোস্তফা জামাল, মো. আমিনুর রহমান চৌধুরী টিকু, এম এ কামরুল হাসান খান (আসলাম, বেগম খালেদা বিজলী, মো. জাবের, মো. গোলাম মোস্তফা, খন্দকার বশির আহমেদ, মো. মহিউদ্দিন দেওয়ান, শেখ সিরাজুল ইসলাম সিরাজ, ফরিদুল আলম তালুকদার, এস এম গোলাম মোস্তফা, জয়নাল আবেদীন ( সেলিম), মো. এনামুল হক মোল্লা
এছাড়াও অপূর্ব কুমার ভট্টাচার্য, এ কে এম দাউদুর রহমান মিনা, এ কে এম আমিন উদ্দিন, ব্যারিস্টার এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ (বাশার), রাফি আহম্মেদ, মো. আমিনুল ইসলাম, জেসমিন সুলতানা (সামশাদ), নুসরাত জাহান, কাজী ইবাদত হোসেন, মো. মনোয়ার হোসেন, রহিমা খাতুন, এমরান আহম্মদ ভূঁইয়া, অরবিন্দ কুমার রায় ও এম ডি রেজাউল করিম। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, নতুন নিয়োগ পাওয়া ৩৪ ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে নিয়ে বর্তমানে ডিএজির সংখ্যা হল ৮০ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইনজীবী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ