নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা, বেঙ্গালুরু থেকে : ৩ বলে ২ রান, হাতে তখন ৪ উইকেট। এমন একটা সুবিধাজনক পরিস্থিতি থেকে ম্যাচে কেন হারতে হবে? ২০তম ওভারের প্রথম ৩ বলে ৯ রান, সেখানে শেষ তিনটি বলে তিন উইকেট! উইকেটে দুই ইনফর্ম ব্যাটসম্যান
মুশফিকুর, মাহামুদুল্লাহ, তারা কেন জয়ের স্বপ্ন দেখিয়ে সেই স্বপ্ন ভঙ্গ করবে ? এটাই মানতে পারছেন না মাশরাফি। ভারতের কাছে ১ রানে হারকে তাই হতাশার বলছেন মাশরাফি-‘শুধু আমার একারই নয়, ড্রেসিং রুমে যারা ছিলেন তাদের সবার জন্যেই ম্যাচটি হতাশার। ৬ বলে ১১ রান। ওই সময়ে দুটি চারে সব কিছু পক্ষে চলে আসছিল। ও সময়ে ও আরো সতর্ক থাকা উচিত ছিল। আবার শেষ ৩ বলে লাগবে ২ রান। তখনও দুই সেট ব্যাটসম্যান ও একজন ব্যাটসম্যান লাইনআপে ছিল। ওই অবস্থায় ৩ উইকেট হারানো সত্যিই হতাশার।’ মুশফিকুর, মাহামুদুল্লাহ পর পর ২ বলে উপরে না খেলে সিঙ্গলে খেলতে পারতেন, এটাই আক্ষেপে পোড়াচ্ছে মাশরাফিকে-‘ক্যালকুলেটিভ হলে একেবারের রিঙ্গেলস হত। ফিল্ডার একজনও তখন উপরে ছিল না। সবাই বাইরে ছিল। তখন ওই বলটায় (চতুর্থ বল) সিঙ্গল হয়ে গেলে হয়ত আমরা ভালো পজিশনে থাকতাম। তখন শেষ ২ বলে ১ রান লাগত। ওই অবস্থান ওই সব চিন্তা করলেই ভালো হত। আমরা তা করতে পারিনি।’ শেষ তিনটি বল বাদ দিলে পুরো ম্যাচেই বাংলাদেশ দল কর্তৃত্ব করেছে বলে মাশরাফি মনে করছেনÑ‘ আমার মনে হয় শেষ ৩ বল বাদ দিলে পুরো ম্যাচ আমরা অসাধারণ খেলেছি। জেতার জন্যে যতটুকু যতটুকু দরকার ছিল আমরা ঠিক ততটুকু ততটুকু করেছি। হয়তোবা ওদের দুই ওভার আমাদেরকে ম্যাচ থেকে দূরে নিয়ে গিয়েছিল। কিন্তু আমরা আবার ফিরে এসেছি। প্রত্যেকটি বল আমরা ঠিকমত খেলতে পেরেছি। আমি মনে করিওই তিনটি বল বাদ দিলে ম্যাচ জিততে হলে যতটুকু করা দরকার ততটুকু আমরা ঠিক মতই করতে পেরেছি।’ ওপেনিং থেকে সৌম্যকে ৭ এ নামিয়ে আনার কারণ ব্যাখ্যা দিয়েছেন মাশরাফিÑ‘ব্যাটিং অর্ডারে- মিথুন যেহেতু আগের ম্যাচে ভালো ব্যাটিং করেছে তাই সৌম্যকে ৫ এ নামিয়ে নিয়ে আসি। ওই সময়ে আমি গিয়েছিলাম আমে ডানহাতি-বামহাতি কম্বিনেশন রেখে ব্যাটিং করতে। স্পিনাররা বোলিং করছিল। আমি আক্রমণ করার জন্যে গিয়েছিলাম।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।