পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেশে গত এক বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়েছে। এক বছরের ব্যবধানে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার প্রায় ২৭ দশমিক ৩৬ শতাংশ বেশি। বিদায়ী বছরে চার হাজার ১৪৪ জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে সড়কে দুর্ঘটনা ও মৃত্যুর হার অনেক বেড়েছে ।
গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ‘নিরাপদ সড়ক চাই’-এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
ইলিয়াস কাঞ্চন জানান, ২০১৬ সালে দুই হাজার ৩১৬টি দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে চার হাজার ১৪৪ জন। দুর্ঘটনায় আহত হয়েছে পাঁচ হাজার ২২৫ জন।
ইলিয়াস কাঞ্চন আরো জানান, ২০১৭ সালে তিন হাজার ৩৪৯টি দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে পাঁচ হাজার ৬৪৫ জন। আহত হয়েছে সাত হাজার ৯০৮ জন। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, সারা দেশের সব জেলার তুলনায় ঢাকা জেলায় সড়ক দুর্ঘটনার হার গত বছর ছিল সবচেয়ে বেশি। ঢাকা জেলায় ৪০১টি দুর্ঘটনা ঘটে। যেখানে মারা গেছেন ৪২৭ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।