বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লার চান্দিনায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে শামীম নামে এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য।
গতকাল শনিবার দিবাগত রাত তিনটায় জেলার চান্দিনা ছয়ঘড়িয়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের এক সাব ইন্সপেক্টরসহ দুই কনস্টেবল আহত হয়েছেন।
নিহত ডাকাত শামীম চান্দিনা কাশিমপুর গ্রামের সাদেকুর রহমানের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল আলম জানান, একদল ডাকাত ছয়ঘড়িয়া ব্রিজের কাছে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে কুমিল্লা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে উল্টো গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাত সদস্য শামীম গুলিবিদ্ধ হয়ে মারা যান। এসময় ডাকাতদলের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়।
পরে পুলিশ শামীমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপার একটি মামলা হয়েছে বলে জানান ওসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।