Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ন্যাটোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এস-৪০০ কিনতে ঋণচুক্তি সই রাশিয়া-তুরস্কের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৭, ১:১৯ পিএম

রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য ২৫০ কোটি ডলারের সমপরিমাণ ঋণচুক্তি সই করেছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সদস্য দেশ তুরস্ক।
শুক্রবার মস্কো ও আঙ্কারার মধ্যে এ চুক্তি সই হয়।
এর আগে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার পরিকল্পনাকে কেন্দ্র ন্যাটো জোটভুক্ত দেশগুলোর প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছিল তুরস্ক।
ঋণচুক্তি আজ তুরস্কের রাজধানী আঙ্কারায় সই করা হয়েছে। চুক্তি অনুযায়ী এস-৪০০ ক্রয় বাবদ ৪৫ শতাংশ অর্থ আগাম পরিশোধ করবে। বাকি ৫৫ শতাংশ অর্থ রুশ ঋণের মাধ্যমে পরিশোধ করা হবে। রুশ রোসতেক কর্পোরেশনের প্রধান সের্গেই চেমেজোভ এ কথা জানিয়েছেন।
এর আগে প্রকাশিত খবরে বলা হয়েছিল, এস-৪০০ ট্র্যাম্প ব্যবস্থা ২০১৯ সালের শেষ বা ২০২০ সালে গোড়ার দিকে তুরস্ককে সরবরাহ করবে রাশিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ