মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : গত নভেম্বরে প্যারিস হামলার মূল হোতা সালাহ আবদেস সালামকে গ্রেপ্তারের মাত্র চার দিনের মাথায় গত মঙ্গলবার সকালে ভয়াবহ সিরিজ হামলার শিকার হলো বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। এটা নিরাপত্তা বাহিনীর অদক্ষতা নাকি আবদেস সালামকে গ্রেপ্তারে জেহাদিগোষ্ঠীর প্রতিশোধমূলক হামলা এ নিয়েই চলছে নিরাপত্তা বিশ্লেষণ। গত বছর ফ্রান্সে হামলা চালানোর পর বেলজিয়ামে আত্মগোপন করেছিলেন মধ্যপ্রাচ্যভিত্তিক ইসলামিক স্টেটের (আইএস) ওই সদস্য। কিন্তু শুক্রবার নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে তিনি গুলিবিদ্ধ হয়ে গ্রেপ্তার হন। ব্রাসেলসের বিস্ফোরণ যে সুপরিকল্পিত সন্ত্রাসী কর্মকা- সে ব্যাপারে অন্তত বিশ্লেষকরা নিশ্চিত। তাদের মতে, প্রতিনিয়ত আইএসের হুমকির মুখে রয়েছে ইউরোপ। এই হুমকি বাড়তে বা কমতে পারে; কিন্তু তা শেষ হওয়ার নয়। ইউরোপের সন্ত্রাসবাদবিরোধী এজেন্সিগুলো তথ্য সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে। এসব তথ্যের ভিত্তিতেই চলছে পুলিশের অভিযান কার্যক্রম। অন্যদিকে, সন্ত্রাসীরাও নিজেদের অস্তিত্বের প্রমাণ দিতে বারবার চালিয়ে যাচ্ছে ভয়াবহ হামলা। অনেকের মতে, এটা যে শুধু প্রতিশোধমূলক মনোভাব থেকেই ঘটছেÑ তেমনটি নয়, বরং তারা ধারাবাহিকভাবে তাদের সক্ষমতার ইঙ্গিত দিতে চাইছে। হামলার দু’দিন আগেই সতর্কবার্তা পেয়েছিল বেলজিয়ান নিরাপত্তা বাহিনী। আবদেস সালামই গত রোববার তদন্ত কর্মকর্তাদের কাছে জেহাদি হামলার পরিকল্পনার কথা ফাঁস করেন। এসব তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিদিয়ের রেইন্ডার্স। তিনি বলেন, তিনি ব্রাসেলসে কিছু করার প্রস্তুতি নিচ্ছিলেন। এটা সত্যি হতে পারে বলেই আমরা ধরে নিয়েছি। কারণ, তার সঙ্গে হালকা-ভারী বেশকিছু অস্ত্রশস্ত্র পাওয়া গেছে। তাছাড়া, অনুসন্ধানে ব্রাসেলসে তাদের নতুন এক নেটওয়ার্ক সম্পর্কেও আমরা জানতে পেরেছি। পাশাপাশি, গত সোমবার জেহাদিদের প্রতিশোধের আশঙ্কার কথা জানিয়েছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইয়ান ইয়ামবন। সারাদেশে সর্বোচ্চ সতর্কতার কথাও জানান তিনি। ব্রাসেলসের নতুন সন্ত্রাসী নেটওয়ার্কের মূলে আছে প্যারিস হামলার ঘটনার পলাতক দুই আসামি। দ্য গার্ডিয়ান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।