পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
ইরানের সহায়তায় বিদ্রোহীদের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি দখল করেছে সিরীয় বাহিনী। গত মঙ্গলবার ওই স্থানটি দখল করে সুন্নিপন্থী বিদ্রোহীদের আত্মসমর্পণের জন্য ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, হেরমন পর্বতের পাদদেশে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সিরিয়া। লেবানন ও ইসরাইলি সীমান্তবর্তী জায়গাটি ঘিরে ফেলেছে সিরীয় সেনাবাহিনী। এই অভিযানে ইরান সমর্থিত স্থানীয় কয়েকটি গোষ্ঠী সিরীয় সেনাবাহিনীকে সাহায্য করেছে। ফ্রি সিরিয়ান আর্মি (এফএসএ) এর মুখপাত্র ইব্রাহিম আল জেবাউই বলেছেন, তাদেরকে ইদলিবে ফিরে যাওয়ার জন্য ৭২ ঘণ্টা সময় বেঁধে দেয়া হয়েছে। এর মধ্যে তাদের ফিরে যেতে হবে কিংবা সমঝোতায় আসতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিদ্রোহী কর্মকর্তা বলেন, তাদেরকে আত্মসমর্পণ কিংবা সামরিক সমাধানে যেতে বলা হয়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।