Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এফবিআই বিষয়ে মুখ খুললেন টিম কুক

প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আইফোনের নিরাপত্তা নিয়ে অ্যাপলের সঙ্গে এফবিআইয়ের চলমান বিতর্কের ব্যাপারে জনসম্মুখে অ্যাপল মুখ খুলবে কি না, এই বিষয়ে প্রশ্ন ছিল অ্যাপলের গত মঙ্গলবারের প্রেস ইভেন্ট নিয়ে। আজকে অ্যাপলের বর্তমান সিইও টিম কুক নিরাপত্তা এবং এনক্রিপশন নিয়ে এফবিআই এর সঙ্গে চলমান দ্বন্দ্বের ব্যাপারে পরোক্ষভাবে কিছু সংক্ষিপ্ত বিবরণ দিয়ে ইভেন্টটি শুরু করেন। তিনি বলেন, আপনাদের জন্যই আমরা আইফোন তৈরি করেছি। আমরা জানি এটি একটি অত্যন্ত ব্যক্তিগত ডিভাইস। প্রায় এক মাস আগে আমরা আমেরিকানদের একটি মত বিনিময়ে অংশগ্রহণে জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। আমাদের একটি জাতি হিসাবে সিদ্ধান্ত নিতে হবে, আমাদের তথ্য এবং গোপনীয়তার ওপরে সরকারের কতোটুকু  ক্ষমতা থাকা উচিত। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এফবিআই বিষয়ে মুখ খুললেন টিম কুক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ