Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

স্বাধীনতা সংসদ পুরস্কার পেলেন অভি মঈনুদ্দীন

| প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


বিনোদন ডেস্ক: বিনোদন সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ‘স্বাধীনতা সংসদ’ আয়োজিত ‘মহান বিজয় দিবস সম্মাননা পুরস্কার ২০১৭ পেলেন সাংবাদিক অভি মঈনুদ্দীন। গত ২৫ ডিসেম্বর রাজধানীর শাহবাগে পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান মিলনায়তনে ‘স্বাধীনতা সংসদ’ আয়োজিত ‘মুক্তিযুদ্ধ আমার অহংকার, স্বাধীনতা আমার শ্রেষ্ঠ অর্জন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের হাত থেকে অভি মঈনুদ্দীন এই সম্মাননা গ্রহন করেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা কে এস এন এম জহুরুল ইসলাম খান। অভি মঈনুদ্দীন বলেন, ‘স্বাধীনতা সংসদ একজন মুক্তিযোদ্ধার হাত ধরে এগিয়ে চলা ঐতিহ্যবাহী একটি সংসদ। এই সংসদ কর্তৃক এমন সম্মাননা পেয়ে সত্যিই ভীষণ আনন্দিত, গর্বিত। সাংবাদিকতা করতে এসে এমন সম্মাননা পাবো, এটা কখনো ভাবিনিা। এর আগে অভি মঈনুদ্দীন বিভিন্ন সংগঠনের পুরস্কার লাভ করেন। অভি ২০০৬ সাল থেকে আজ অবধি দৈনিক করতোয়া বিনোদন সম্পাদক এবং অনলাইন পোর্টাল বিবার্তা টোয়েন্টিফোর ডটনেট’-এ সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুরস্কার


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ