Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহাখালী থেকে নিখোঁজ ৩ তরুণসহ ৪ জন র‌্যাব হেফাজতে

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বিকাশে লেনদেনের তথ্য স্ক্যান করে অভিনব পন্থায় জনসাধারণের টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-২) সদস্যরা। আটক দেখানো ৪ জনের মধ্যে ৩জন মহাখালী থেকে গত রোববার রাতে নিখোঁজ হন। তাদের গাড়ি তুলে নিয়ে যাওয়া হয় বলে তখন অভিযোগ করেছিলেন তাদের পরিবারের সদস্যরা। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর শেরে বাংলা নগর ও মহাখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক প্রতারক চক্রের চার সদস্যরা হলেন- নাসির হোসেন (২২), রাসেল (২২), হানিফ (২০) ও শাহাবুদ্দিন (২০)। র‌্যাব-২ এর অপারেশন কর্মকর্তা এএসপি রবিউল ইসলাম জানান, প্রতারক চক্রের সদস্যরা বিকাশ এজেন্টের দোকানে গিয়ে লেনদেনের তথ্য স্ক্যান করে তাদের লিডারের কাছে পাঠাতেন। সেসব তথ্যে উপর ভিত্তি করে চক্রটি বিকাশে টাকা পাঠানোর মতো মেসেজ পাঠিয়ে মানুষকে বিভ্রান্ত করতো। তারপর তারা ওই নাম্বারে ফোন করে ভুলে টাকা গেছে বলে টাকা ফেরত পাঠানোর জন্য রিকুয়েস্ট করতেন। এ ফাঁদে পড়ে অনেকেই টাকা পাঠানোর পর ব্যালেন্স চেক করে বুঝতে পারতেন তারা প্রতারিত হয়েছেন। চক্রটি দীর্ঘদিন ধরে এমন প্রতারণা চালিয়ে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি। র‌্যাব কর্মকর্তারা জানান, গ্রেফতাররা ফেসুবক ও ইন্টারনেট ব্যবহার করে পুরনো মালামাল বিক্রির জন্য আকর্ষণীয় বিজ্ঞাপন দেয়। তারা ক্রেতাকে আকর্ষণ করার পর পণ্যের ২০ শতাংশ টাকা অগ্রিম বিকাশের মাধ্যমে পাঠানোর জন্য বলে। এ টাকা পাওয়ার পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য ক্রেতার ঠিকানায় পৌঁছে দেবে এবং বাকি টাকা পণ্য হাতে পাওয়ার পর পরিশোধ করতে হবে। এভাবে ক্রেতা রাজি হয়ে অগ্রিম টাকা পাঠানোর পর তারা সিমটি পরিবর্তন করে ফেলে। গরিব বা নেশাগ্রস্তদের কাছ থেকে ১০০ টাকার সিম ৫০০ বা তারও বেশি টাকায় কিনে চক্রটি এই ধরনের অপরাধ করে আসছে। ফলে এই চক্রটির সঠিক ঠিকানাও চিহ্নিত করা যায় না।



 

Show all comments
  • Arman Hossain ২৭ ডিসেম্বর, ২০১৭, ১:০৩ পিএম says : 0
    সাবাস
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হেফাজত

১ নভেম্বর, ২০২২
৩১ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ