Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পানিতেও চলতে পারবে দুনিয়ার দীর্ঘতম বিমান

প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্লেন-এয়ারশিপ-হেলিকপ্টারের মিশেল রয়েছে তার গায়ে। গালভরা নাম এয়ারল্যান্ডার-১০। আকাশে ভাসতে তো পারেই, ল্যান্ড করতে পারে জলে বা বরফের গায়েও। দৈর্ঘ্যে ৯২ মিটার। দুনিয়ার সবচেয়ে বড় যাত্রীবাহী বিমানের থেকেও ১৫ মিটার বেশি লম্বা। জাম্বো সাইজের একটি এয়ারক্রাফ্টের ছবি সম্প্রতি প্রকাশ করল ব্রিটিশ ফার্ম হাইব্রিড এয়ার ভেহিকলস (এইচএভি)। তারাই এর ডিজাইন করেছে। যদিও এটি আনুানিক ভাবে উদ্বোধন বা টেস্ট ফ্লাইট করা এখনও বাকি রয়েছে। ব্রিটিশ ফার্ম কর্তৃপক্ষ জানিয়েছেন, হিলিয়াম গ্যাসের সাহায্যে তিন সপ্তাহ ধরে আকাশে ভেসে থাকতে পারে এই হাইব্রিড বিমানটি। এইচএভি আরও জানিয়েছে, উচ্চতায় মাটি থেকে ২৬ মিটার লম্বা ও চওড়ায় ৪৪ মিটারের এই বিমানটি বাতাসের থেকে ভারী হওয়ায় যে কোনও ধরনের সারফেসে কোনও রকম সাহায্য ছাড়াই ল্যান্ড করতে পারে। তবে ব্রিটেন নয়, আমেরিকায় নজরদারি বিমান হিসেবে কাজে লাগানোর জন্য গত ২০০৯-এ এটি তৈরির ভাবনাচিন্তা করা হয়েছিল। কিন্তু, মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক খাতে কাটছাঁট করায় সে প্রকল্প আর দিনের আলো দেখেনি। এর পর তা স্বদেশের জন্য তৈরির সিদ্ধান্ত নেয় ব্রিটিশ ফার্ম এইচএভি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পানিতেও চলতে পারবে দুনিয়ার দীর্ঘতম বিমান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ