Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুসলিম বিরোধিতায় সোচ্চার ট্রাম্প

প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক: ব্রাসেলস হামলার পর ফের মুসলিম ও অভিবাসন বিরোধী বক্তব্য দিতে শুরু করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার লড়াইয়ে এগিয়ে থাকা রিপাবলিকান ট্রাম্প। তিনি যুক্তরাষ্ট্র ও ইউরোপকে আরো সন্ত্রাসী হামলার বিষয়ে সতর্ক করে দিয়ে বলেছেন, এটা তো কেবল শুরু। এ ধরনের বিপর্যয় আরো হবে। গত মঙ্গলবার সকালে ব্রাসেলসে সিরিজ বোমা হামলায় ৩৪ জন নিহত হয়েছেন। হামলার পর ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি অনেক দিন ধরেই এ নিয়ে কথা বলছি। এখন ব্রাসেলসের অবস্থাটা দেখুন। কি সুন্দর একটা শহর ছিল ব্রাসেলস। কোনো অপরাধ ছিল না। আর এখন এটি একটি বিপর্যস্ত শহরে পরিণত হয়েছে। এখন আমাদের যুক্তরাষ্ট্রের বিষয়ে সতর্ক থাকতে হবে। আমরা যাদের দেশটিতে ঢুকতে দিচ্ছি, তাদের প্রতি আরো সজাগ দৃষ্টি রাখতে হবে। এরপরই তিনি মুসলিম শরণার্থীদের প্রতি বিদ্বেষ প্রকাশ করে বক্তব্য রাখতে শুরু করেন। তিনি বলেন, পরিস্থিতি দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে। আমার ধারণা, এটা কেবল শুরু। পরিস্থিতি আরো খারাপ হবে। কেননা আমরা নির্বোধ আর অসচেতন। এসব লোকজনকে (মুসলিম শরণার্থী) আমাদের দেশে প্রবেশের অনুমতি দেয়া উচিত নয়। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারাভিযানের শুরুতেই বিদ্বেষমূলক বক্তব্যের কারণে আলোচনায় আসেন এই ধনকুবের। মুসলিম ও শরণার্থীদের বিরুদ্ধে বক্তব্য রাখার কারণে বিভিন্ন সময়ে তিনি সমালোচিতও হয়েছেন। বিরোধীদের বিক্ষোভের কারণে সম্প্রতি শিকাগোতে এক নির্বাচনী সভা বাতিল করে দিতে হয়েছে। এরপরও এইসব সাম্প্রদায়িক বিবৃতি দেয়া বন্ধ করেননি রিপাবলিকান দলের এই নেতা। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, এই বিদ্বেষকে পুঁজি করেই তিনি এতদূর এসেছেন। বিবিসি, রয়টার্স



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুসলিম বিরোধিতায় সোচ্চার ট্রাম্প
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ