Inqilab Logo

শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আলঝেইমারে মহিলারা বেশি ক্ষতিগ্রস্ত হয়

প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আলঝেইমার রোগের একই পর্যায়ে পুরুষদের চেয়ে মহিলারাই অপেক্ষাকৃত বেশি ক্ষতিগ্রস্ত হয়। এক গবেষণায় এ তথ্য দেয়া হয়েছে। একই পর্যায়ে আক্রান্ত পুরুষ ও মহিলা রোগীদের ওপর গবেষণা চালিয়ে দেখা গেছে, মহিলাদের ক্ষেত্রে তা পুরুষ রোগীদের চেয়ে বেশি ক্ষতির কারণ হয়। গবেষণায় বলা হয়, এ রোগে মহিলাদের স্মরণশক্তি ও চিন্তাশক্তি পুরুষদের তুলনায় অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। এমনকি কথা বলা ও শব্দ উচ্চারণের ক্ষেত্রেও এটি মহিলাদের বেশি দুর্বল করে ফেলে। তবে বিভিন্ন মতানৈক্য থাকার কারণে গবেষণার এই বিষয়টি এখনো স্বীকৃতি পায়নি। অন্য একটি গবেষণায় বলা হয়, বেশি সময় কাজে ব্যস্ত থাকলে এ রোগটি থেকে অনেকটা সুস্থ থাকা যায়। পুরুষরা যেহেতু মহিলাদের চেয়ে বেশি কর্মক্ষেত্রে ব্যস্ত থাকে, তাই আলঝিমার তাদের ততোটা কাবু করতে পারে না, যতোটা পারে মহিলাদের। অন্য অরেকটি গবেষণায় বলা হয়, মহিলারা এপিওই-ফোর নামে এক ধরনের জ্বিন ধারণ করে থাকে, যেটি’র সংযোগ রয়েছে আলঝিমারের সাথে। যে কারণে এ রোগে আক্রান্ত হওয়ার পর স্বাস্থ্য যতোই ভালো থাকুক না কেন, মহিলাদের স্মৃতিশক্তি তা বেশি করে নষ্ট করে। হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ের স্কুল অব লাইফ অ্যান্ড মেডিকেল সায়েন্সেস বিভাগের অধ্যাপক কেইথ লস এ কথা বলেন। দ্য টেলিগ্রাফ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আলঝেইমারে মহিলারা বেশি ক্ষতিগ্রস্ত হয়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ