Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনে আসুন, মাঠ ছেড়ে পালাবেন না -নাসিম

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৭, ৩:১৪ পিএম

বিএনপি নেত্রী খালেদা জিয়াকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচনে আসুন, মাঠ ছেড়ে পালাবেন না। মাঠে খেলা হউক, দেখবেন কে হারে কে জিতে। রেফারি থাকবে নির্বাচন কমিশন
আজ সোমবার দুপুরে কক্সবাজার প্রেস ক্লাবে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, নির্বাচন বিজয়ের মাসেই হবে। সংবিধান অনুয়াযী বর্তমান সরকারের অধীনে নির্বাচন হবে। যেভাবে ভারত, ইউরোপ আমিরিকায় হচ্ছে সেভাবেই নির্বাচন হবে।
তিনি বলেন, রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবায় সরকার খুবই আন্তরিক। এ পর্যন্ত কোন রোহিঙ্গা বিনা চিকিৎসায় মারা যায়নি। এটি সম্ভব হয়েছে শুধুমাত্র সাংবাদিকদের লেখনীর কারণে। এছাড়াও এই দেশের মানুষ রোহিঙ্গাদের মাঝে যে সাহায্য সহযোগিতা করেছে তা অভাবনীয়।
রোহিঙ্গাদের খুব দ্রুত নিজ দেশে ফিরে যাওয়ার কথা উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল মিয়ানমারের উপর চাপ অব্যাহত আছে। আমরাও চুক্তি বাস্তবায়নে কাজ করছি।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কক্সবাজার-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, কক্সবাজারের জেলা প্রাসাসক মো. আলী হোসেন, কৃষক লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুবুর রহমান মাবুসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ৭ জন অসুস্থ সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর চেক হস্তান্তর করেন মন্ত্রী। এসময় কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের জন্য ব্যক্তিগত তহবিল থেকে আরো এক লাখ টাকা অনুদান ঘোষণা করেন মোহাম্মদ নাসিম।



 

Show all comments
  • আনোয়ার হোসেন ২৫ ডিসেম্বর, ২০১৭, ৪:৪০ পিএম says : 0
    নাছিম সাহেব খমতায় না থাকলে আপনিও এই একই দাবি নিয়ে চিৎকার করতেন এখন খমতায় আছেন বলে খুব তো বড় বড় কথা বের হয় আপনার জদি কোন কারনে মনে হয়ে থাকে আপনি খুব ভালো খেলোয়ার তাহলে আসুননা খেলাটা সমানে সমানে খেলি তখন বুজা জাবে খেলায় কে জিতে আর আপনি কত ভালো খেলেন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাসিম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ