Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একুশ শতকের যোগ্য নাগরিক হিসেবে নিজেদেরকে গড়তে হবে -অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

শাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৭, ৪:৫১ পিএম

‘জাতি হিসেবে আমাদের ঘরে ফিরে আসতে হবে। বাঙালীরা সারা বিশ্বে বাঙালী হিসেবে প্রতিষ্ঠিত হবে এটাই আমাদের প্রত্যাশা। আমাদের সব সময় মনে রাখতে হবে আমরা যেন পুনরায় ঔপনিবেশিকতায় ফিরে না যাই। আর একুশ শতকের উপযুক্ত নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে উঠতে হবে। একমাত্র শিক্ষার গুণগত পরিবর্তন ছাড়া এই জাতির পক্ষে উন্নতির শিখরে উঠা সম্ভব নয়।’
শুক্রবার দুপুর ১২ টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের সপ্তম ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম. এ মান্নান।
গেস্ট অব অনারের বক্তব্যে ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে এলামনাইদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এই আয়োজনের মধ্য দিয়ে বিশ^বিদ্যালয়ের সাথে এলামনাইদের বন্ধন আরো সমৃদ্ধ হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আজিজুর রহমান শামীমের সভাপতিত্বে এবং বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ওমর ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস।
দুই দিন ব্যাপী এই পুনর্মিলনী অনুষ্ঠানের প্রথম দিনে থাকছে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণ, মেধাবী সম্মাননা, র‌্যাফেল ড্র, সাংস্কৃতিক সন্ধ্যা এবং ২য় দিনে রয়েছে গল্প, আড্ডা ও সামাজিক সময় নামে একটি ইভেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরিকল্পনা প্রতিমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ