Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিরছেন তামীম?

প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : আইসিসি ‘কাÐে’ দলের বাইরে থাকা আগেই নিশ্চিত হয়েছিল তাসকিন আহমেদ ও আরাফাত সানির। কিন্তু পরশু অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে তামিম ইকবালের অনুপস্থিতি ছিল বিনা মেঘে বজ্রপাতের মত। ম্যাচের আগে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশের এই ড্যাশিং ওপেনার। তবে তার অবস্থা এখন উন্নতির দিকেই আছে বলে জানা গেছে। আশা করা হচ্ছে, ভারতের বিপক্ষে ম্যাচের আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন তিনি। সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান অবশ্য নিশ্চিতভাবে কিছু জানাননি। তামিমের ফেরা নিয়ে বিশ্বসেরা অল-রাউন্ডার বলেনÑ ‘আমি এখনো নিশ্চিত নই কাল (আজ) সে খেলতে পারবে কিনা। আমার সঙ্গে এখনও তার দেখা হয়নি। তার কন্ডিশন কী সেটাও আমি বলতে পারছি না।’ তবে টিম সূত্রের বরাতের মাধ্যমে জানা যায়, তামিম গতকাল টিম হোটেলে বিশ্রামে ছিলেন, চিকিৎসকের পরামর্শে ওষুধও চলেছে তার; ফলে আগের চেয়ে এখন তার অবস্থার বেশ উন্নতি হয়েছে। গতকাল টিম লিডার ও ক্রিকেট বোর্ড ডিরেক্টর আকরাম খান জানিয়েছেনÑ ‘এই মুহূর্তে পুরোপুরি বিশ্রামে আছেন তামিম।’ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শুরুর আগে হঠাৎ করেই পেটের পীড়ায় আক্রান্ত হন সম্প্রতিক পুত্র সন্তানের বাবা হওয়া তামিম। ফলে গুরুত্বপূর্ণ ওই ম্যাচে খেলতে পারেননি তিনি। তার জায়গায় ঐ ম্যাচে সৌম্য সরকারের সাথে ওপেনিংয়ে নেমেছিলেন মোহাম্মদ মিথুন। টুর্নামেন্টের সর্বাধীক রান সংগ্রাহকের (২৫৭) অনুপস্থিতিতে ম্যাচটিও বাংলাদেশ হারে ৩ উইকেটে। তবে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টের আশা,আজ ভারতের বিপক্ষে ম্যাচের আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন তামিম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিরছেন তামীম?

২৩ মার্চ, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ