Inqilab Logo

রোববার ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১, ০৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশী যুবককে গুলি করে হত্যা

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৭, ২:১৬ পিএম

দোকানে মালামাল লুটপাটে বাধা দেয়ায় দক্ষিণ আফ্রিকায় জামাল উদ্দিন (৩৪) বাংলাদেশি এক যুবককে গুলি করে হত্যা করেছে স্থানীয় সন্ত্রাসীরা। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এরআগে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের কাজন জুলু নাটাল এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের পদিপাড়া গ্রামের আবুল খায়ের বেচু মিয়ার ছেলে। জামাল উদ্দিনের মুমু (১১) ও ফারহান (৩) নামের দুটি সন্তান রয়েছে।

নিহতের ভাই কামাল উদ্দিন জানান, জামাল উদ্দিন ঢাকায় মুদি ব্যবসা করতেন। পরে জীবিকার তাড়নায় গত দুই বছর পূর্বে সে দক্ষিণ আফ্রিকা গমন করে। সেখানে প্রথমে এক বছর একটি কোম্পানীতে চাকুরী ও পরে গত বছর ডারবান শহরের কাজন জুলু নাটাল এলাকায় নিজে একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালু করে।

আফ্রিকার স্থানীয় সময় বৃহস্পতিবার রাত আড়াইটার সময় তিনি ব্যবসায় প্রতিষ্ঠানের কাজ করছিলেন। এসময় একদল নিগ্রো সন্ত্রাসী জামাল উদ্দিনের  দোকানে ঢুকে মালামাল ও ক্যাশ থেকে টাকা লুট করছিল। এসময় জামাল তাদের বাধা দিলে সন্ত্রাসীরা তার মাথায় পিন্তল ঠেকিয়ে গুলি করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয় পুলিশ এসে নিহতের মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনার পর জামাল উদ্দিনের এলাকা ও পরিবারে মাঝে শোকের ছায়া নেমে এসেছে তার মৃত্যুর সংবাদ শুনে জামাল উদ্দিনের বাবা ও স্ত্রী শোকে স্তব্ধ হয়ে পড়েছেন। উল্লেখ্য, গত দুই বছর দক্ষিণ আফ্রিকায় কর্মরত নোয়াখালীর ৬ যুবক সন্ত্রাসীদের হামলায় নিহত হন ।

`wÿY Avwd«Kvq evsjv‡`kx hyeK‡K ¸wj K‡i nZ¨v

‡bvqvLvjx ey¨‡iv t†`vKv‡b gvjvgvj jyUcv‡U evav †`qvq `wÿY Avwd«Kvq Rvgvj DwÏb (34) evsjv‡`wk GK hyeK‡K ¸wj K‡i nZ¨v K‡i‡Q ¯’vbxq mš¿vmxiv| †mvgevi (18 wW‡m¤^i) mKv‡j †bvqvLvjxi †mvbvBgyox Dc‡Rjvi Avwgkvcvov BDwbqb cwil‡`i †Pqvig¨vb AvjgMxi †nv‡mb f~uBqv NUbvi mZ¨Zv wbwðZ K‡ib|

 

GiAv‡M e„n¯úwZevi (14 wW‡m¤^i) w`evMZ ivZ AvovBUvi w`‡K `wÿY Avwd«Kvi Wvievb kn‡ii KvRb Ryjy bvUvj GjvKvq GB nZ¨vKv‡Ûi NUbv N‡U| wbnZ Rvgvj DwÏb †bvqvLvjxi †mvbvBgyox Dc‡Rjvi Avwgkvcvov BDwbq‡bi cw`cvov MÖv‡gi Aveyj Lv‡qi †ePz wgqvi †Q‡j| Rvgvj Dwχbi gygy (11) I dvinvb (3) bv‡gi `ywU mšÍvb i‡q‡Q|

 

wbn‡Zi fvB Kvgvj DwÏb Rvbvb, Rvgvj DwÏb XvKvq gyw` e¨emv Ki‡Zb| c‡i RxweKvi Zvobvq MZ `yB eQi c~‡e© †m `wÿY Avwd«Kv Mgb K‡i| †mLv‡b cÖ_‡g GK eQi GKwU †Kv¤úvbx‡Z PvKzix I c‡i MZ eQi Wvievb kn‡ii KvRb Ryjy bvUvj GjvKvq wb‡R GKwU e¨emvq cÖwZôvb Pvjy K‡i|

 

Avwd«Kvi ¯’vbxq mgq e„n¯úwZevi ivZ AvovBUvi mgq wZwb e¨emvq cÖwZôv‡bi KvR KiwQ‡jb| Gmgq GK`j wb‡MÖv mš¿vmx Rvgvj Dwχbi  †`vKv‡b Xz‡K gvjvgvj I K¨vk †_‡K UvKv jyU KiwQj| Gmgq Rvgvj Zv‡`i evav w`‡j mš¿vmxiv Zvi gv_vq wcšÍj †VwK‡q ¸wj Ki‡j NUbv¯’‡j Zvi g„Zz¨ nq| c‡i ¯’vbxq cywjk G‡m wbn‡Zi g„Z‡`n D×vi K‡i| G NUbvi ci Rvgvj Dwχbi GjvKv I cwiev‡i gv‡S †kv‡Ki Qvqv †b‡g G‡m‡Q Zvi g„Zz¨i msev` ï‡b Rvgvj Dwχbi evev I ¯¿x †kv‡K ¯Íä n‡q c‡o‡Qb| D‡jøL¨, MZ `yB eQi `wÿY Avwd«Kvq Kg©iZ †bvqvLvjxi 6 hyeK mš¿vmx‡`i nvgjvq wbnZ nb |



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশী যুবককে গুলি করে হত্যা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ