Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্কের প্রধানমন্ত্রী ইল্ডিরিমের সাথে খালেদা জিয়ার বৈঠক আজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বাংলাদেশে সফররত তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইল্ডিরিমের সাথে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দীন দিদার। তিনি জানান, ঢাকায় সফররত তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইল্ডিরিমের সাথে সোনারগাঁও হোটেলে সাক্ষাৎ করবেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এসময় বিএনপি প্রতিনিধি দলে থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ ও ড. এনামুল হক চৌধুরী। বিএনপি সূত্রে জানা যায়, এই বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, রোহিঙ্গা সংকট সমাধানসহ দেশের চলমান রাজনৈতিক বিষয়ে আলোচনা হবে। দু’দিনের সরকারি সফরে আজ ঢাকায় আসছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইল্ডিরিম। সফরকালে তিনি কক্সবাজারে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে পরিদর্শন করবেন এবং সেখানে তুরস্কের ত্রাণসংস্থা গুলোর কার্যক্রম দেখবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ