Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাকার্তায় ৮০ সহস্রাধিক মানুষের বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে সবচেয়ে বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে ইন্দোনেশিয়ায়। গতকাল রোববার রাজধানী জাকার্তায় ৮০ হাজারের বেশি মানুষ ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে বিক্ষোভে অংশ নেন। এসময় তারা ইন্দোনেশিয়ায় মার্কিন পণ্য বর্জনের আহ্বান জানান। সাদা পোশাক পরিহিত প্রতিবাদকারীদের হাতে ‘ফিলিস্তিনের জন্য ইন্দোনেশীয় ঐক্য’ শিরোনামে ব্যানার দেখা যায়। সর্ববৃহৎ মুসলিম এই দেশটিতে দশম দিনের মতো অনুষ্ঠিত প্রতিবাদে ৮০ হাজারের বেশি মানুষ অংশ নেয়। জাকার্তা শীর্ষ মুসলিম নেতারা ট্রাম্পের জেরুজালেম ঘোষণার প্রতিবাদে এ বিক্ষোভের ডাক দেন। মার্কিন প্রেসিডেন্ট জেরুজালেম ঘোষণা বাতিল না করা পর্যন্ত ইন্দোনেশিয়ায় যুক্তরাষ্ট্রের পণ্য-সামগ্রী বর্জনের আহ্বান জানান ইন্দোনেশিয়া উলামা কাউন্সিলের নেতা আনোয়ার আব্বাস। তিনি বলেন, ‘তাদের পণ্যের ওপর নির্ভর করবেন না।’ এসময় ইন্দোনেশিয়া ও ফিলিস্তিনের পতাকা হাতে বিক্ষোভে অংশ নেয়া নারী, শিশুসহ সকলেই ‘বর্জন, বর্জন’ বলে শ্লোগান দেন। জাকার্তা পুলিশের মুখপাত্র আর্গো ইউওনো বলেন, জাকার্তার জাতীয় স্মৃতিসৌধ পার্ক থেকে মার্কিন দূতাবাস পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোভ করেছে প্রতিবাদকারীরা। তবে স্থানীয় কিছু গণমাধ্যম বলছে, পুলিশের দেয়া তথ্যের চেয়ে প্রতিবাদকারীদের সংখ্যা দ্বিগুণ। বিক্ষোভের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীর প্রায় ২০ হাজার সদস্য মোতায়েন করা হয়। বিক্ষোভে ধর্মীয় নেতারা একটি আবেদন পড়েন। এতে বলা হয়, ট্রাম্প শিগগিরই জেরুজালেমকে ইসরাইলের রাজধানীর যে স্বীকৃতি দিয়েছেন তা বাতিল করবেন। তারা বলেন, এটি আন্তর্জাতিক ন্যায়বিচারকে আঘাত, ফিলিস্তিনিদের মানবিক অধিকার লঙ্ঘন ও শান্তি প্রক্রিয়াকে অপমানিত করেছে। অপরদিকে জেরুজালেম ইস্যুতে মুসলিম হিসেবে নিজেদের দায়িত্ব পালনে মালয়েশিয়ান সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী হিসামুদ্দিন হুসেইন। মালয়েশিয়ার সরকারি গণমাধ্যম বারনামার বরাত দিয়ে মিডলইস্ট মনিটর জানায়, দেশটির প্রতিরক্ষামন্ত্রী হিসামুদ্দিন বলেছেন- আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছি। ওপরের নির্দেশ পেলেই আমরা জেরুজালেম রক্ষায় ময়দানে ঝাঁপিয়ে পড়ব। তবে প্রার্থনা করছি, জেরুজালেম বিতর্ক যেন শেষ পর্যন্ত বড় ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির দিকে না যায়। এর আগে ৬ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে দখলদার ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা করেন। একই সঙ্গে দেশটির দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে স্থানান্তরের ঘোষণা দেন। এমন ঘোষণায় সমগ্র মুসলিম বিশ্বে প্রতিবাদ ও বিক্ষোভ শুরু হয়। ফিলিস্তিনি স্বাধীনতাকমী সংগঠন ফাতাহ ও হামাস সর্বাত্মক প্রতিরোধ ও অসহযোগের আহ্বান জানায়। সেই থেকে এখন পর্যন্ত ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এপি, মিডল ইস্ট মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেরুজালেম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ