Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে গির্জায় সন্ত্রাসী হামলা, নিহত ৮

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৭, ৫:১০ পিএম

পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটাতে অনুষ্ঠান চলাকালে একটি গির্জায় আত্মঘাতী হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ হামলায় ৮ জন নিহত ও কমপক্ষে ৪৪ জন আহত হয়েছে।
রোববার বেলুচিস্তান প্রদেশের জরগোন রোডের বেথেল মেমোরিয়াল চার্চে এ হামলা চালায় সন্ত্রাসীরা।
আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বেসরকারি একটি হাসপাতালের মুখপাত্র ডা. ওয়াশেম বেগ গণমাধ্যমকে বলেছেন, আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
বেলুচিস্তান প্রদেশের পুলিশ ইন্সপেক্টর মোয়াজ্জেম আনসারি জানিয়েছেন, হামলার সময় গির্জার নিকট ৪০০ মানুষের সমাগম ছিল। হামলার পর নিরাপত্তা বাহিনী গির্জাটি পরিষ্কার করেছে। বন্দুকের গুলির আওয়াজ শুনেই এই এলাকার নিরাপত্তা বাহিনী দ্রুতগতিতে হামলার মোকাবেলা করে। বিস্ফোরণের পর সন্ত্রাসী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় গণমাধ্যম কর্মীদেরকে ওই স্থান থেকে অন্য সাইটে চলে যেতে নির্দেশ দেয়া হয়। হামলার পর সব হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়। বর্তমানে গির্জায় উদ্ধার অভিযান চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ