মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভারতে বর্তমান সরকারের আমলে শুধু মুসলমান নন, ধর্মনিরপেক্ষ হিন্দুরাও আতঙ্কে রয়েছেন বলে অভিযোগ করেছেন ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার বিরোধী দলনেতা ও কংগ্রেসের সিনিয়র নেতা গুলাম নবী আজাদ। গত সোমবার গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার দেশে ভয়-ভীতির পরিবেশ সৃষ্টি করায় বর্তমান সময়ে শুধু মুসলমানরাই নন বরং সেক্যুলার হিন্দুরাও আতঙ্কের মধ্যে রয়েছেন। সাম্প্রতিক কিছু ঘটনা উল্লেখ করে আজাদ বলেন, দেশে এত উত্তেজনা কখনো দেখা যায়নি। সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির আমলেও সেক্যুলার মতাদর্শের স্থান ছিল, কিন্তু পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। তিনি বলেন, জম্মুতে এক ট্রাকচালককে মিথ্যা অভিযোগে আগুনে পুড়িয়ে হত্যা করা হলো, রান্নাঘর পরীক্ষা করে দেখা হচ্ছে কী রান্না হচ্ছে! আলীগড় বিশ্ববিদ্যালয়ের মেসে তদন্ত করা হচ্ছে, দিল্লিতে কেরল হাউসের রান্নাঘরে গরুর গোশত রান্না করা হচ্ছে কিনা তা নিয়ে তল্লাশি চালানো হলো, এসবই সহ্য সীমা অতিক্রম করে গেছে। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।