Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আজ জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরের জন্মদিন

| প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

অভি মঈনুদ্দীন ঃ আজ চলচ্চিত্রের নন্দিত নায়িকা শাবনূরের জন্মদিন। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে একটি দীর্ঘ সময় দাপটের সাথে একের পর এক সুপার হিট চলচ্চিত্র দর্শককে উপহার দিয়েছেন তিনি। যদিও এখন আর চলচ্চিত্রে খুব বেশি নিয়মিত নন তিনি। কিন্তু ভক্তদের কাছে এখনো অনেক শ্রদ্ধা, ভালোবাসা, ভালোলাগার এক নাম শাবনূর। আজ নিজের জন্মদিন নিয়ে কোন পরিকল্পনা নেই তার। কারণ তার মা আছেন দেশের বাইরে অষ্ট্রেলিয়াতে। মা’কে ছাড়া পরিকল্পনা করে নিজের জন্মদিন উদ্যাপন করার কোন আগ্রহ নেই শাবনূরের। তবে নিজের কোন পরিকল্পনা না থাকলেও সারাটি দিনজুড়েই নানানভাবে সারপ্রাইজড হয়ে থাকেন জনপ্রিয় এ নায়িকা। বন্ধু মহল থেকে শুরু করে সহকর্মী, ভক্ত, চলচ্চিত্রের নানান ব্যক্তিত্ব শাবনূরকে জন্মদিনে সারপ্রাইজড দিয়ে থাকেন। হয়তো এবারও ব্যতিক্রম হবে না তার ক্ষেত্রে। শাবনূর বলেন, ‘এই মুহুর্তে আম্মু নেই আমার পাশে। আগেরবার অষ্ট্রেলিয়াতে আম্মু এবং পরিবারের অন্যান্য সদস্যরা মিলে জন্মদিন উদ্যাপন করেছি। এবার কেউ পাশে নেই। তাই জন্মদিন নিয়ে কোন পরিকল্পনাও নেই। তাছাড়া কিছুদিন আগে আমি বেশ অসুস্থ ছিলাম। এখনো পুরোপুরি সুস্থ নই। সবমিলিয়েই কোন অনুষ্ঠান করা হচ্ছেনা এবার। জন্মদিনে শুধু সবার কাছে দোয়া চাই যেন সুস্থ থাকি, আমার একমাত্র সন্তান আইজেনকে নিয়ে যেন ভালো থাকতে পারি।’ প্রয়াত কিংবদন্তী চলচ্চিত্র পরিচালক এহতেশামের হাত ধরেই ‘চাঁদনী রাতে’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে শাবনূরের অভিষেক হয়। এমবি ফিল্মস লিঃ প্রযোজিত আজিজ মোহাম্মদ ভাই নিবেদিত এই চলচ্চিত্রে শাবনূরের বিপরীতে অভিনয় করেন সাব্বীর। তবে জহিরুল হকের ‘তুমি আমার’ চলচ্চিত্রে সালমান শাহ’র সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করে সালমান-শাবনূর জুটি শুরু হয়। শাবনূর জানান এহতেশাম বেঁচে থাকাকালীন সময়েই বিরাট আয়োজন করে তার জন্মদিন উদ্যাপন করা হয়। তাতে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন। আর সেই জন্মদিনটিই তার অভিনয়য় জীবনের সেরা জন্মদিন। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘দুই নয়নের আলো’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০৫ সালে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। জন্মদিনে বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে শাবনূরকে শুভেচ্ছ।



 

Show all comments
  • Azizul Haque ১৭ ডিসেম্বর, ২০১৭, ১২:২২ এএম says : 0
    Tar obinoy amar balo laga.
    Total Reply(0) Reply
  • MD DULAL MIA ১৭ ডিসেম্বর, ২০১৭, ৭:৫৬ এএম says : 0
    HAPPY BIRTH DAY TO YOU.......
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জন্মদিন

১৪ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ