বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাত তখন সাড়ে ৮টা বাজে। মাহফিলের প্রধান বক্তা হিসেবে কুরআন-হাদীস থেকে বয়ান করছিলেন মাওলানা সগীর মল্লিক (৪০)। শ্রোতারাও প্রাণভরে শুনছিলেন তার আলোচনা। কিন্তু হঠাৎ করেই মাওলানার চিৎকার। শ্রোতারা প্রথমেই কিছুই বুঝে উঠতে পারেননি। মঞ্চে থাকা মাইকের মাউথ স্পিকারের সঙ্গে বিদ্যুতের ছেড়া একটি তার লেগে যায়। তখন মাউথ স্পিকারে হাত লাগার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর মুখে ঢলে পড়েন মাওলানা সগীর মল্লিক। এ ঘটনায় মাহফিলসহ পুরো এলাকায় নেমে আসে শোকের কালো ছায়া।
শুক্রবার রাতে জেলার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের কালীবাড়ি গ্রামের শাহ আলম ডাক্তার বাড়ির বার্ষিক মাহফিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মাওলানা সগীর মল্লিক পাথরঘাটা সদর ইউনিয়নের নিজলাঠিমারা গ্রামের দেলোয়ার হোসেন মল্লিকের ছেলে। তিনি পাথরঘাটা হাসপাতাল রোডের সংগ্রাম জামে মসজিদের খতিব ছিলেন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবীর আহম্মেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।