Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের চাকা খুলে মর্মান্তিক দুর্ঘটনা, আহত ৩

নারাযণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২৩, ৫:০৯ পিএম

স্যুব কল্যাণ বেকার পরিবহনের একটি বাসের চাকা খুলে মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৩ জন গুরুত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাজেদা হাসপাতালের সামনে শনিবার (৭ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।এ ঘটনায় আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
ঢাকা-রূপগঞ্জ রোডে চলাচলকরা যুব কল্যাণ বেকার পরিবহনের চাকা খুলে একটি লেগুনায় গিয়ে ধাক্কা লাগে। লিগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে একটি ব্যাটারী চালিত অটোরিকশার উপর পরে। এতে অটোরিকশার অবস্থান নেওয়া ৩-৪ জন যাত্রী গুরুত্বতর আহত হয় বলে জানান স্থানীয়রা।স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় শিমরাইল ট্রাফিক পুলিশের সদস্যরা।
দুর্ঘটনার সত্যতা স্বীকার করে শিমরাইল ট্রাফিক পুলিশের টিআই শরিফুদ্দিন বলেন, আমরা বাস, লেগুনা ও অটোরিকশা জব্দ করেছি। তাদের বিরুদ্ধে আইনানুক পদক্ষেপ নেওয়া হচ্ছে। আহতদের প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজে নেওয়া হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ পাঠানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ