Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেঘনায় দুই নৌযানের সংঘর্ষ

ঘন কুয়াশায় পদ্মা-মেঘনায় ফেরি ও যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ

বিশেষ সংবাদদাতা, বরিশাল থেকে | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মওসুমের প্রথম ঘন কুয়াশায় রাজধানীর সাথে দক্ষিণাঞ্চলের সড়ক ও নৌ যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়ে গতকাল। চাঁদপুরের কাছে মেঘনায় বরিশাল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহ নৌযানের সাথে সংঘর্ষে কয়েকজন যাত্রী আহত হওয়ায় ছাড়াও দুটি নৌযানেরই কমবেশী ক্ষতি হয়েছে। পদ্মায় প্রচন্ড কুয়াশার কারণে গতকাল মধ্যরাতে দেশের প্রধান দুটি ফেরি সেক্টরে ৫ ঘণ্টা থেকে আট ঘণ্টা পর্যন্ত যানবাহন পারপার বন্ধ ছিল। ফলে কাঠালবাড়ী, শিমুলিয়া, পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে গতকাল সকালে ৮ শতাধিক যানবাহন আটকা পরে। বিকেল ৩টা নাগাদ পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটলেও ফেরি সেক্টর দুটিতে আটকে পড়া যানবাহনের সংখ্যা ছিল প্রায় সাড়ে ৬শ’। অপরদিকে মেঘনা অববাহিকায় ঘন কুয়াশার কারণে রাজধানীর সাথে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের বেশীরভাগ রুটেই গতকাল মঙ্গলবার রাতের প্রথম প্রহরে নৌযোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়ে। ফলে বেশীরভাগ নৌযানই ৪-৫ ঘণ্টা বিলম্বে গতকাল বরিশাল সহ দক্ষিণাঞ্চলের নৌ-বন্দরগুলোতে পৌঁছে। যাত্রীদের দুর্ভেঅগ ছিল বর্ণনার বাইরে।
রাজধানীর সাথে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ রক্ষাকারী দেশের প্রধান ফেরি সেক্টর দৌলতদিয়াÑপাটুরিয়া রুটে মঙ্গলবার রাত দেড়টার থেকে গতকাল সকাল ৭টা পর্যন্ত ফেরি পারপার বন্ধ ছিল। ফলে গতকাল সকালে এ সেক্টরে অপেক্ষমান যানবাহনের সংখ্যা দাঁড়ায় সাড়ে ৫শ’রও বেশী। অপরদিকে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সাথে রাজধানীর সংক্ষিপ্ত সড়ক যোগাযোগ রক্ষাকারী মাওয়া সেক্টরের কাঠালবাড়ী-শিমুলিয়া রুটেও মঙ্গলবার রাত ৩টা থেকে গতকাল সকাল সোয়া ১১টা পর্যন্ত ফেরি পারপার বন্ধ ছিল। এতে করে ঐ সেক্টরে গতকাল সকালে ৫ শতাধিক যানবাহন আটকা পড়ে। ঘন কুয়াশায় দুটি সেক্টরেই অর্ধশতাধিক যানবাহন নিয়ে অন্তত ৬টি ফেরি রাতভর মাঝ দড়িয়ায় আটকে ছিল।
ঘন কুয়াশা সরে যাবার পরে মাওয়া সেক্টরে ১৭টি ও পাটুরিয়া সেক্টরে ১৫টি ফেরির সাহায্যে বিআইডিবিøউটিসি’র কর্মী বাহিনী যানবাহন পারপার শুরু করে। তবে দুপুর ৩টা পর্যন্ত এ দুটি সেক্টরে ২২ শতাধিক যানবাহন পারপারের পরেও অপেক্ষমান ছিল আরো প্রায় ৬শ’। মঙ্গলবার মধ্যরাত থেকে গতকাল দিনভরই দেশের প্রধান দুটি ফেরি সেক্টরে শত শত যানবাহনের হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েন। যাদের অনেকেই ছিল নারী ও শিশু ।
গতকালের ঘন কুয়াশায় বিঅইডবিøউটসি’র রকেট স্টিমারগুলোও বরিশালে নির্ধারিত সময়ের প্রায় ৩ ঘণ্টা বিলম্বে পৌঁছে। অপরদিকে ঘন কয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় চাঁদপুরের কাছে মেঘনায় বরিশাল থেকে ঢাকাগামী ‘এমভি সুন্দরবন-১১’র সাথে অপর একটি পণ্যবাহী নৌযানের সংঘর্ষে বেশ কয়েকজন যাত্রী আহত হয়। এ দুর্ঘটনায় দুটি নৌযানের কিছু ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কোন নৌযান কতৃপক্ষই এব্যপারে নৌ পুলিশ বা বিআইডবিøউটিএ’র কাছে কোন অভিযোগ দায়ের করেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ