Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৭, ২:০২ পিএম | আপডেট : ৩:০৬ পিএম, ১২ ডিসেম্বর, ২০১৭

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটে হাজারো যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। মঙ্গলবার মধ্যরাত থেকে মহাসড়কের কালিয়াকৈর থেকে নাটিয়াপাড়া পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকায় এই ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। কালিয়াকৈর উপজেলার শিলা বৃষ্টি নামক স্থানে একটি মহাসড়কের একটি অংশ দেবে যাওয়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মহাসড়কে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীরা জানান, গত তিন দিনের বৃষ্টির কারণে চালনে নির্মাণাধীন মহাসড়ক কর্দমাক্ত হয়ে পড়ে। রাত তিনটার দিকে মহাসড়কের কালিয়াকৈর উপজেলার শিলা বৃষ্টি ফিলিং স্টেশনের কাছে কিছু অংশ দেবে যায়। এতে যানজটের সূত্রপাত হয়। এক পর্যায়ে এই যানজট মহাসড়কের ওই স্থান থেকে পশ্চিমে নাটিয়াপাড়া পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকায় বিস্তৃতি ঘটে। ভয়াবহ এই যানজটে আটকা পড়ে মহাসড়কে চলাচলকারী হাজারো যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানা গেছে। যানজটের বর্ণনা দিয়ে গিয়ে মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু জানান, পরিষদের গাড়ী গোড়াই থেকে মির্জাপুর ৫ কিলোমিটার রাস্তা আসতে তার প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে বলে জানিয়েছেন।
মুক্তিযোদ্ধা নইমুদ্দিন জানান, যানজটের কারণে ধল্যা থেকে বাসে আসতে না পেরে তাকে মোটরসাইকেল ভাড়া করে মির্জাপুর আসতে হয়।
দুপুর দেড়টায় এ রিপোর্ট পাঠানো সময় পর্যন্ত মহাসড়কে তীব্র যানজট অব্যাহত রয়েছে।
মহাসড়কে যানজটে আটকা পড়া ধলেশ্বরী বাসের চালক মো. রিপন মিয়া জানান, নাটিয়াপাড়া থেকে মির্জাপুর ২০ কিলোমিটার রাস্তা আসতে তার দেড় ঘণ্টা সময় লেগেছে।
এ ব্যাপারে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারীর সঙ্গে কথা হলে তিনি জানান, এই যানজট দিনভর অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যানজট

১৯ জানুয়ারি, ২০২৩
৯ জানুয়ারি, ২০২৩
১৯ ডিসেম্বর, ২০২২
২৭ নভেম্বর, ২০২২
২৯ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ