Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৭, ১:৩৩ পিএম

টাঙ্গাইলের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে আজ সোমবার দুপুর পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে এ সড়কে যাতায়াত করা বিভিন্ন যানের যাত্রীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
গতকাল রোববার রাত থেকে শুরু হওয়া এ যানজট বর্তমানে মহাসড়কে মির্জাপুর উপজেলার দুল্যা মনসুর এলাকা থেকে গোড়াই শিল্পাঞ্চলের স্কয়ার পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার এলাকাজুড়ে রয়েছে।
পুলিশ ও ভুক্তভোগী যানবাহনের চালকেরা বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ চলছে। গত শনিবার থেকে টানা বৃষ্টি শুরু হয়। এতে মহাসড়কে যান চলাচল ধীর হয়ে যায়। বৃষ্টির কারণে মহাসড়কে চলমান কাজের স্থানগুলোতে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। একপর্যায়ে গতকাল রাতে স্কয়ার থেকে মির্জাপুরের কদিমধল্যা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কিছুটা কমতে শুরু করে।
সকালে মির্জাপুর বাইপাস স্টেশনে কথা হয় টাঙ্গাইলগামী ব্যক্তিগত গাড়ির চালক জিয়াউর রহমানের সঙ্গে। তিনি বলেন, গাজীপুরের মালেকের বাড়ি থেকে ভোর পৌনে ৪টায় রওনা হয়ে মির্জাপুর পর্যন্ত মাত্র ৪০ মিনিটের রাস্তা পাড়ি দিতে তার সাড়ে পাঁচ ঘণ্টা লেগেছে।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান পাটোয়ারি বলেন, রাস্তায় এমনিতেই খানাখন্দ রয়েছে। তার ওপর বৃষ্টির কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যানজট

১৯ জানুয়ারি, ২০২৩
৯ জানুয়ারি, ২০২৩
১৯ ডিসেম্বর, ২০২২
২৭ নভেম্বর, ২০২২
২৯ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ