Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্নীতিবাজ খালেদা তারেককে বাঁচাতে মরিয়া মির্জা ফখরুল

পটিয়ায় আ.লীগের সম্মেলনে মাহবুব উল আলম হানিফ

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৭, ৯:২৭ পিএম

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দুর্নীতিবাজ বেগম খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমানকে বাঁচাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীল মরিয়া হয়ে ওঠেছে। সংবাদ সম্মেলনে তাদের দুর্নীতি ঢাকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমা চাইতে বলেছেন। এ ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চরম মূল্য দিতে হবে। অবাক লাগে যারা আন্তর্জাতিকভাবে দুর্নীতিতে খ্যাতি সম্পন্ন তাদের পক্ষে কিভাবে একজন রাজনীতিবিদ অবস্থান নিতে পারে। আদালতে বেগম জিয়ার বিরুদ্ধে জিয়া অর্ফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় যে বিচার চলছে তাতে খালেদা জিয়াকে নির্দোষ প্রমাণিত হতে হবে।
তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে চারদিকে যে উন্নয়ন সৃষ্টি করেছে ভবিষ্যতে সে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতে পুনরায় নৌকার বিজয় ঘটিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। গতকাল শনিবার দুপুরে পটিয়া উপজেলা পরিষদ মাঠে উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা আ.লীগের সভাপতি রাশেদ মনোয়ার ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন আ.লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ. কে. এম. এনামুল হক শামীম। বিশেষ অতিথি ছিলেন আ.লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় আ.লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগের সভাপতি ও সম্মেলনের উদ্বোধক মোসলেম উদ্দিন আহমেদ, পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী, দক্ষিণ জেলা আ.লীগের সেক্রেটারি মফিজুর রহমান, দক্ষিণ জেলা আ.লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাবেক মহিলা এমপি ও দক্ষিণ জেলা মহিলা আ.লীগের সভাপতি চেমন আরা তৈয়ব, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আমম টিপু সুলতান চৌধুরী, জেলা পরিষদ সদস্য দেব ব্রত দেবু, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, ইনজামুল হক জসিম।
প্রধান অতিথি আরো বলেন, বিশ্ব ব্যাংক পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির অভিযোগ করলেও আদালতে প্রমাণ করতে পারেনি। শেখ হাসিনা সরকার দেশের টাকা দিয়ে এখন পদ্মা সেতু নির্মাণ করছে। দেশের নতুন নতুন মেগা প্রকল্প হাতে নিয়ে দেশকে মহা উন্নয়নের রোডম্যাপে নিয়ে গেছে। এখন বিদ্যুতের কোন সমস্যা নেই। বিদ্যুৎ সেক্টরে শেখ হাসিনা সরকার সর্বকালের রেকর্ড ভঙ্গ করে ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে। ৭১ এর যুদ্ধাপরাধী ও পাকিস্তানী বাহিনীকে যারা লালন করছে তাদের ব্যাপারে সজাগ থাকার জন্য তিনি আহবান জানান। সকাল দলাদলির ঊর্ধ্বে থেকে আ’লীগকে শক্তিশালী করে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মির্জা ফখরুল

২১ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ